ওয়েব ডেস্ক: সিরিজের প্রথম টেস্টে গলে, দ্বিতীয় দিনের মাঝপথেই বেকায়দায় শ্রীলঙ্কা। ভারতের বিশাল ৬০০ রানের সামনে শ্রীলঙ্কা এখনও পর্যন্ত তুলেছে মাত্র ২৮৯ রান। তার মধ্যেই পড়ে গিয়েছে তাদের আটটি উইকেট। প্রথম টেস্টে তেমন বড় অঘটন না ঘটলে, বিরাট কোহলির দলই জিতবে। সদ্য জিম্বাবোয়ের কাছেও ঘরের মাটিতে একদিনের ক্রিকেট ম্যাচের সিরিজে হেরেছে শ্রীলঙ্কা। হারের দায় নিয়ে তিন ধরনের ক্রিকেটেই অধিনায়কের পদের থেকে পদত্যাগ করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। নতুন অধিনায়ক হেরাথের দলও ভারতের সামনে একইরকমভাবে ধুঁকছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন দিল্লিতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


আর এসব দেখেশুনে দেশের নতুন ত্রিকেটারদের একহাত নিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুথিয়া মুরলিথরন। তিনি বলেছেন, 'একঝাঁক সিনিয়র ক্রিকেটার অবসর নিয়েছে। এখন একঝাঁক তরুণ ক্রিকেটার দলে। কিন্তু নতুন নতুন অনেক ক্রিকেটারকে সূযোগ দেওয়া হচ্ছে। কিন্তু বেশি দিন সময় দেওয়া হচ্ছে না তাদের। বারবার দল বদলানো হচ্ছে। এতে ফল ভাল হচ্ছে না। জিম্বাবোয়েও আমাদের দেশে এসে আমাদের হারিয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে, আমাদের নতুন ছেলেরা মোটেই ভাল খেলছে না।'


আরও পড়ুন  মার্কিন মুলুকে চেনা ছন্দে বার্সেলোনা, হারিয়ে দিল ম্যাঞ্চেষ্টার ইউনাইটেডকে