জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যাক-টু-ব্যাক আইসিসি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে উঠেও ফিনিশিং লাইন টপকাতে পারল না খাতায়-কলমে বিশ্বের এক নম্বর টিম। তবে জীবন ও খেলার নিয়ম একটাই, অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীর পথে এগিয়ে যেতে হয়। ব্রিটিশভূমে বিপর্যয় অতীত। এবার টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবে (India's tour of West Indies 2023)। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রোহিত শর্মা অ্যান্ড কোং (Rohit Sharma and Co) ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৫টি টি-২০ খেলতে যাচ্ছে। আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ভারতে তৃতীয় ডব্লিউটিসি সাইকেলে ঢুকে পড়ছে (ICC World Test Championship 2023-2025)। ফের লড়াই শুরু অধরা টেস্ট মেসের জন্য। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে দিল বিসিসিআই (BCCI)। আগামী মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ফরম্যাটের লড়াই।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সিইও জনি গ্রেভ বলেছেন, 'আমরা ভারতের আসা নিয়ে মুখিয়ে ছিলাম। আনন্দের সঙ্গে সূচি ও ভেন্যু ঘোষণা করছি।  ত্রিনিদাদের কুইন'স পার্ক ওভালে দ্বিতীয় টেস্ট অন্যতম আকর্ষণ।  ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ১০০ তম টেস্ট হবে। এই ঐতিহাসিক ঘটনা আমাদের মতো দুই গর্বিত ক্রিকেটীয় দেশের কাছে উদযাপন করার দারুণ মুহূর্ত। সাদা বলের ক্রিকেটেও ভারতের সঙ্গে খেলার জন্য় মুখিয়ে আছি। এছাড়াও খেলা হবে ইউনাইটেড স্টেটসে। এই ১৮ দিনের বিনোদন ক্রিকেটপ্রেমীরা উপভোগ করবেন।'


আরও পড়ুন: WTC 2023-2025: পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বিদেশে ভারতের অগ্নিপরীক্ষা, দেখে নিন পুরো সূচি



১২-১৬ জুলাই ডমিনিকার উইন্ডসর পার্কে শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু প্রথম টেস্ট শেষের চারদিন পর থেকে। ২০-২৪ জুলাই ত্রিনিদাদের কুইন'স পার্ক ওভালে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ ডিসাইডার ম্যাচই হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ঐতিহাসিক ১০০ তম টেস্ট। তিন ম্য়াচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ২৭ জুলাই, বার্বাডোজের কেনসিংটন ওভালে। দ্বিতীয় ওয়ানডে ২৯ জুলাই, এই কেনসিংটন ওভালেই। সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচ ১ অগাস্ট ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার দু'দিনের মধ্যে শুরু পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। যে ব্রায়ান লারা স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ শেষ ওয়ানডে ম্যাচ খেলবে, সেই স্টেডিয়ামেই শুভারম্ভ পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের। ৩ আগস্ট প্রথম কুড়ি ওভারের যুদ্ধ। ৬ আগস্ট দ্বিতীয় টি-২০ ম্যাচ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। তৃতীয় টি-২০ ৮ আগস্ট এই মাঠেই। চতুর্থ (১২ আগস্ট) ও পঞ্চম টি-২০ ম্যাচ (১৩ আগস্ট) দু'টি হবে মার্কিন মুলুকে। ফ্লোরিডার লডারহিলে অবস্থিত সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে।


(ভারতীয় সময়ে টেস্ট ম্য়াচ শুরু সন্ধে ৭টা ৩০ মিনিট থেকে, ওয়ানডে শুরু সন্ধে ৭টা থেকে ও টি-২০ ম্যাচ শুরু হবে রাত আটটা থেকে)



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)