ভারত: ২৫৮/৪ (শ্রেয়স-৭৫*, গিল-৫২, জাদেজা-৫০*)
নিউজিল্যান্ড: 
প্রথম দিনের খেলা শেষ


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিজস্ব প্রতিবেদন: অভিষেক টেস্টে ব্যাট হাতে নজর কাড়লেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। চাপের মুখে ব্যাট করতে নেমে অসাধারণ ইনিংস খেললেন এই মুম্বইকর। সঙ্গী ছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ফলে কানপুরের গ্রীনপার্ক স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিন ৪ উইকেটে ২৫৮ রান তুলে ভাল জায়গায় ভারত (Team India)।  দিনের শেষে ১৩৬ বলে ৭৫ রানে অপরাজিত শ্রেয়স। মারলেন ৭টি চার ও ২টি ছয়। জাদেজা ১০০ বলে ৫০ রানে ক্রিজে রয়েছেন। মেরেছেন ৬টি চার। 


ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। তবে ভারতের শুরুটা কিন্তু ভাল হয়নি। দলের রান যখন ২১, তখন ব্যক্তিগত ১৩ রানে আউট হন ময়ঙ্ক আগরওয়াল। এই ডানহাতি ওপেনারকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দেন কাইল জেমিসন।  


বিশ্ব টেস্ট ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার সময় পায়ে চোট পেয়েছিলেন। সেইজন্য ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে চোটের জন্য খেলতে পারেননি তিনি। তবে এ বার লাল বলের ক্রিকেটে দারুণ কামব্যাক করলেন শুভমন গিল (Shubman Gill)। চেতেশ্বর পূজারাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে যোগ করলেন ৬১ রান। তাঁর অর্ধ শতরানের সৌজন্যে লাঞ্চের সময় ফের লড়াইয়ে ফিরেছিল ভারত। তবে লাঞ্চের পর ক্রিজে যেতেই উইকেট হারান গিল। তাঁকে ৫২ রানে বোল্ড করে ভারতকে ফের ধাক্কা দেন জেমিসন। 


 




আরও পড়ুন: INDvsNZ: টেস্ট অভিষেক ঘটিয়ে Ricky Ponting-এর বিশেষ বার্তা পেলেন Shreyas Iyer



 



দলের সবথেকে অভিজ্ঞ ব্যাটার পূজারা ফের একবার বড় রান গড়তে ব্যর্থ হলেন। বেশ খানিকটা সময় জমি আঁকড়ে পড়ে থাকলেও স্কোরবোর্ডে বেশি রান যোগ করতে পারলেন না তিনি। ২৬ রানে তাঁকে প্যালিভিয়ানে ফেরান টিম সাউদি। ১০৬ রানে ৩ উইকেট হারিয়ে ভারতের চাপ তখন বাড়ছে। অধিনায়ক রাহানেও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না। তিনিও বড় রান গড়তে পারলেন না। জেমিসনের বলে একবার জীবন ফিরে পেয়েও নিজের উইকেটের দাম দিতে পারলেন না ভারত অধিনায়ক। ৩৫ রানে সেই জেমসনের বলেই তাঁর স্টাম্প ছিটকে গেল। ১৪৫ রানে ৪ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তখন বেশ কোণঠাসা অবস্থা। 


ঠিক সেই সময় পঞ্চম উইকেটে পাল্টা লড়াই শুরু করলেন শ্রেয়স ও জাদেজা। বিপক্ষকে চাপে রেখে দিনের বাকিটা সময় ১১৩ রান তুললেন দুই ব্যাটার। ফলে প্রথম দিনের শেষে এখন অনেকটা ভাল জায়গায় রাহুল দ্রাবিড়ের দল। 


 



খেলায় চোট-আঘাতের গল্প নতুন কিছু নয়। কিন্তু গুরুতর চোট সারিয়ে টেস্টে অভিষেক ঘটানো নিঃসন্দেহে কোনও ক্রিকেটারের বড় সাফল্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টে তাই আপামর ভারতবাসীর মন জয় করে নিলেন শ্রেয়স। কেরিয়ারের প্রথম টেস্টে দুর্দান্ত পারফর্ম করে দলকে শুরুতেই বসিয়ে দিলেন চালকের আসনে। 


অভিষেক টেস্টে শ্রেয়স কী করেন, সে দিকে নজর ছিল ক্রিকেটপ্রেমীদের। প্রত্যাশার থেকেও যেন বেশি কিছু মিলল। টেস্টে তারুণ্যের ঔজ্জ্বল্য নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত ভাল দিক। তরুণ ব্রিগেডে ভর করেই অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয় এসেছিল ভারতের। দেশের মাটিতে টেস্ট ফিরতে তারই যেন পুনরাবৃত্তি ঘটল। গিল, শ্রেয়সদের ভিত তৈরি করে দেওয়া দ্রাবিড়কে আজ নিশ্চিতভাবে তৃপ্তি দেবে। 


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)