নিজস্ব প্রতিবেদন: নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তিনি ফিরছেন। তবে টেস্ট দলের ব্যাটন ফের একবার হাতে তুলে নেবেন। তবে সবার আগে তাঁর রানে ফেরা দরকার। তাই তো টিম ইন্ডিয়া (Team India) যখন অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে কানপুরের গ্রীনপার্ক স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলছে, ঠিক সেই সময় ব্যাট হাতে অনুশীলনে নেমে পড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁকে সঙ্গত দিলেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে ইডেন গার্ডেন্সে শেষবার শতরান করেছিলেন কোহলি। এরপর থেকে ভারত অধিনায়কের ব্যাটে বড় রান নেই। এ দিকে সঞ্জয় আগামী বছর আইপিএল-এর জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচ হিসেবে নতুন ইনিংস শুরু করছেন। তাঁর সঙ্গে কোহলির সম্পর্ক বেশ ভাল। আর তাই দ্বিতীয় টেস্টে নামার আগে বাঙ্গারের সঙ্গে বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে ব্যাটিং সাধনায় মাতলেন কোহলি। সেই ছবি এখন ভাইরাল। 


আরও পড়ুন: INDvsNZ: টেস্ট অভিষেক ঘটিয়ে Ricky Ponting-এর বিশেষ বার্তা পেলেন Shreyas Iyer


 



 


তবে শুধু কিউইদের বিরুদ্ধে শেষ টেস্ট নয়। সেই সিরিজ শেষ হলেই দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাবে ভারত। সেই জন্যও নেটে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন কোহলি।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)