জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আর মাত্র কয়েকটা ঘন্টা। তারপরেই বাইশ গজের যুদ্ধে 'মাদার অফ অল ব্যাটেল'। টিম ইন্ডিয়ার (Team India) জন্য এই মুহূর্তে সবচেয়ে খুশির খবর হল রাহুল দ্রাবিড় (Rahul Dravid) করোনামুক্ত (Covid 19)। এবং রোহিত শর্মাদের (Rohit Sharma) হেড কোচ ইতিমধ্যেই দলের সঙ্গে দুবাইতে যোগ দিয়েছেন। ফলে বাবর আজমদের (Babar Azam) বিরুদ্ধে বদলার মহারণের আগে ডাগআউটে বসছেন 'দ্য ওয়াল'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত সপ্তাহে দল সংযুক্ত আরব আমিরাশাহী উড়ে যাওয়ার আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন রাহুল। সেইজন্য বিরাট কোহলি (Virat Kohli)-ঋষভ পন্থদের (Rishabh Pant) সঙ্গে ভিভিএস লক্ষ্মণকে (VVS Laxman) জুড়ে দেওয়া হয়েছিল। তবে রাহুল সুস্থ হতেই ভিভিএস দেশে ফিরে আসবেন। এবং ঘরের মাঠে নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে ভারতীয় এ দলের দায়িত্ব সামলাবেন। সূত্রের খবর, রবিবার রাতেই দেশে ফেরার বিমানে উঠে পড়বেন এনসিএ প্রধান। যার অর্থ, দ্রাবিড়ের তৈরি কৌশলেই আজ পাক বধের লক্ষ্যে নামবে ভারত। এত বড় ম্যাচের আগে ড্রেসিংরুমে দ্রাবিড়ের এসে যাওয়াটা ভারতীয় শিবিরের জন্য নিঃসন্দেহে স্বস্তির জায়গা। 


তবে দলের সাপোর্ট স্টাফের বদল হলেও, অধিনায়ক রোহিত পাক বধের রণকৌশল নিয়ে বাড়তি পরীক্ষা করতে নারাজ। টসের আগে পিচ দেখে চূড়ান্ত প্রথম একাদশ ঠিক করবেন তিনি। রোহিত ইঙ্গিত দিয়ে রেখেছেন, ভারতীয় দলের প্রথম একাদশে চমক থাকতে পারে। শুধু তাই নয়, তাঁর সঙ্গে কে ওপেন করতে আসবেন, সেটা নিয়েও ধোঁয়াশা রেখে দিয়েছেন রোহিত। তবে মোটামুটিভাবে মনে করা হচ্ছে, এ দিন অধিনায়ক রোহিতের সঙ্গে কেএল রাহুল বা সূর্য কুমার যাদব ওপেন করতে আসবেন। তিনে খেলতে পারেন বিরাট। চারে নামতে পারেন পন্থ।পাঁচে ব্যাট করতে নামবেন হার্দিক পান্ডিয়া। ছ’য়ে দেখা যেতে পারে রবীন্দ্র জাদেজা। এখন সাতে ফিনিশারের ভূমিকায় দীনেশ কার্তিককে দেখা যায় কিনা সেটাই দেখার।


আরও পড়ুন, Mohammedan Sporting, Durand Cup 2022 : 'তিনে তিন'! ডুরান্ডে সাদা-কালো ঝড়, কোয়ার্টারে মহামেডান


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)