নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় উইকেটকিপার হিসাবে সর্বাধিক রানের মালিক হলেন ইশান কিষান। এ দিন ৫৬ বলে ৮৯ রান করে নতুন ইতিহাস তৈরি গড়লেন 'পকেট ডিনামাইট'। আর ইতিহাস গড়ে ঋষভ পন্থকে পিছনে ফেলেলেন এই বাঁহাতি ব্যাটার। এ দিনের ইনিংসে তিনি ১০টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি মারেন ইশান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলে ভারতের উইকেটকিপার হিসাবে সর্বাধিক রানের মালিক হয়েছিলেন পন্থ। সেই রেকর্ড এ দিন লখনউয়ের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভেঙে দিলেন ইশান। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন তিনি। তৃতীয় ওভারে টানা তিনটি চার মারেন ইশান কিষাণ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১০০-র বেশি স্ট্রাইকরেট করতে পারেননি। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচেই ১৫৮.৯২ স্ট্রাইকরেট নিয়ে বিপক্ষের বোলিংকে কচুকাটা করেন ইশান। 


টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইশান দ্বিতীয় অর্ধ শতরান করলেন মাত্র ৩০ বলে। অর্ধ শতরান পর্যন্ত ৬টি চার ও ২টি ছয় এসেছিল ইশানের ব্যাট থেকে। সেই সময়ে তাঁর স্ট্রাইকরেট ছিল ১৬৬.৬৭। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টি-টোয়েন্টি ম্যাচে ৩২ বলে ৫৬ রান করেছিলেন। এরপর গত সাত ইনিংসে তাঁর ব্যাট থেকে কোনও অর্ধ শতরান আসেনি। তবে চাপ কাটিয়ে ফের স্বমহিমায় ব্যাট করলেন এই তরুণ। 


শুধু তাই নয়, নিজের টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারের সবচেয়ে বড় ইনিংসও খেলেছেন ইশান। এর আগে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ৫৬ রান। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে তার টি-টোয়েন্টি আন্তর্জাতিক অভিষেকে হয়েছিল। সেখানে তিনি ৫৬ রান করেছিলেন। কিন্তু এ দিন ১৫৮.৯৩ স্ট্রাইকরেটে তিনি ৫৬ বলে করলেন ৮৯ রান।  


আরও পড়ুন: Ranji Trophy: Abishek Porel-কে নিয়ে উচ্ছ্বসিত হলেও সিনিয়রদের ব্যাটিংয়ে চিন্তিত Saurasish Lahiri


আরও পড়ুন: INDvsSL: Ruturaj-এর চোট, টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক ঘটালেন Deepak Hooda
 


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App