INDvsSL: মারকুটে ব্যাটিংয়ের পর দুরন্ত বোলিং, সিরিজে এগিয়ে গেল Rohit-এর Team India
এগিয়ে গেল ভারত।
নিজস্ব প্রতিবেদন: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের পর এ বার শ্রীলঙ্কার বিরুদ্ধেও অপ্রতিরোধ্য ভারতীয় দল। ক্যারিবিয়ানদের একদিনের সিরিজ ও টি-টোয়েন্টি ফরম্যাটে চুনকাম করার পর, এ বার শ্রীলঙ্কাকেও প্রথম ম্যাচে ৬২ রানে হারিয়ে দিল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। ভারতের ১৯৯ রান তাড়া করতে নেমে ১৩৭/৬ স্কোরে আটকে গেল শ্রীলঙ্কা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যেখানে শেষ করেছিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সেখানেই যেন শুরু করল ভারত। লখনউয়ে ফের দাপট ভারতীয় ব্যাটারদের। ওপেনিং জুটিতে ১১১ রান যোগ করেন 'হিট ম্যান' ও 'পকেট ডিনামাইট' ইশান কিষান। রোহিত ৩২ বলে ৪৪ রান করে ফিরে গেলেও অর্ধ শতরান পূর্ণ করেন ইশান। শেষ পর্যন্ত ৫৬ বলে ৮৯ রান করে ফেরেন বাঁহাতি ব্যাটার। এ দিনের ইনিংসে তিনি ১০টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি মারেন ইশান। রোহিত-ইশানের পর ব্যাট হাতে দাপট দেখান শ্রেয়স আইয়ার। তিনি মাত্র ২৮ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন। শ্রেয়সের এই মারকুটে ইনিংস ৫টি চার ও ২টি ছয় দিয়ে সাজানো ছিল। ফলে প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৯৯/২।
রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলা দলে ছ'টি পরিবর্তন করেছে টিম ইন্ডিয়া। এ দিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় দীপক হুডার। সেই সঙ্গে এ দিনের ম্যাচে খেলছেন সঞ্জু স্যামসন, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও রবীন্দ্র জাদেজা।
জবাবে ব্যাট করতে নেমে যেটুকু লড়াই করার করলেন চারিথ আসালাঙ্কা। কিন্তু তাঁর অপরাজিত হাফসেঞ্চুরিও দলের বিপর্যয় আটকাতে ব্যর্থ। দুটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার ও ভেঙ্কটেশ আইয়ার।
আরও পড়ুন: INDvsSL: Rishbah Pant-কে পিছনে ফেলে কোন রেকর্ড গড়লেন Ishan Kishan
আরও পড়ুন: IPL 2022: ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে ক্রোড়পতি লিগ, ফাইনাল ২৯ মে, জানিয়ে দিল BCCI