নিজস্ব প্রতিবেদন: করোনা হানার মধ্যে কোনও বাড়তি ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই। সেই জন্য একদিনের সিরিজের মতো ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে। স্পষ্ট করে দিয়েছেন বোর্ড প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। অথচ সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া পুরো ব্যাপারটা জানেনই না! এমনটাই তো তাঁর তরফ থেকে জানানো হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফাঁকা ইডেনে খেলা হওয়ার ব্যাপারটা প্রচারমাধ্যমের থেকে জানতে পেরেছেন অভিষেক। তিনি বলেন, “সংবাদমাধ্যমে জানলাম ইডেনে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা সেখানে দর্শক থাকতে পারবে না। তবে আমরা এখনও পর্যন্ত বোর্ডের তরফে কোনও চিঠি পাইনি। তাই এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেব না।”


ভারতীয় দল ইতিমধ্যেই ভাইরাস হানায় জর্জরিত। তাই আহমেদাবাদে আয়োজিত তিনটি একদিনের ম্যাচও ফাঁকা স্টেডিয়ামে খেলা হবে। তাই শুক্রবার সৌরভ বলেন, ““প্রথমেই একটা বিষয় জানিয়ে রাখি, তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আমরা ইডেনের গ্যালারিতে দর্শকদের প্রবেশের অনুমতি দিচ্ছি না। সাধারণ দর্শকদের জন্য কোনও টিকিটের ব্যবস্থা করা হচ্ছে না। শুধুমাত্র সিএবি কর্তা ও বিভিন্ন সংস্থাগুলির প্রতিনিধিরা ছাড়া আর কাউকেই ঢুকতে দেওয়া হবে না।“  


আরও পড়ুন: INDvsWI: দর্শকশূন্য ইডেনে খেলবে Rohit Sharma-র Team India, জানিয়ে দিলেন Sourav Ganguly


আরও পড়ুন: কোন ইস্যুতে একরাশ ক্ষোভ উগরে দিলেন BCCI-এর সভাপতি Sourav Ganguly?


এরপরেই তিনি যোগ করেন, “আমরা সবাই খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এরকম একটা সময়ে মাঠে দর্শক ডেকে এনে ক্রিকেটারদের স্বাস্থ্য নিয়ে কোনও ঝুঁকি নিতে চাই না আমরা। আজীবন সদস্য বা সিএবির সহযোগী সদস্যদের জন্যও গ্যালারিতে কোনও টিকিটের বন্দোবস্ত থাকছে না। যদিও রাজ্য সরকারের অনুমতি রয়েছে। তা সত্ত্বেও বিসিসিআই ক্রিকেটারদের স্বাস্থ্য নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না।“


যদিও গত ৩১ জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ক্রিকেট কার্নিভ্যালকে আরও জনপ্রিয় করে তোলার জন্য ৭৫ শতাংশ দর্শক স্টেডিয়ামে ঢোকার অনুমতি দিয়েছিলেন।


তবে দুই দলের ক্রিকেটারদের সুরক্ষার কথা মাথায় রেখে ফাঁকা স্টেডিয়ামে এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে চাইছে সৌরভের বিসিসিআই।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App