জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা এখন ইতিহাস। ফের একবার টি-টোয়েন্টি ফরম্যাটে নেমেই দাপট দেখাল ভারতীয় মহিলা দল। প্রথম টি-টোয়েন্টি জেতার পর, দ্বিতীয় ম্যাচেও দারুণ লড়াই করে বাংলাদেশের প্রমীলাবাহিনীকে উড়িয়ে দিল হরমনপ্রীত কৌরের দল। ৮ উইকেটে মাত্র ৯৫ রানে থামলেও, বোলাররা দাপট দেখালেন। সেই সুবাদে বিপক্ষকে ৮৭ রানে অল আউট করে দিল ভারত। ফলে ৮ রানে জিতে সিরিজে ভাগ বসাল স্মৃতি মান্ধানা-শেফালি বার্মারা। ফলে ট্রফি হাতে তোলা এখন সময়ের অপেক্ষা। ১২ রানে ৩ উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরা হয়েছেন বাংলার দীপ্তি শর্মা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৯৫ রান রুখতে গিয়ে করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়। দ্বিতীয় ওভারেই শামিমা সুলতানাকে পাঁচ রানে আউট করে সাজঘরে ফেরত পাঠান মিন্নু মানি। পরের ওভারেই দীপ্তি শর্মা ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দেন। পরপর দুই উইকেট হারানোর পর বাংলাদেশের রানের গতি একেবারেই কমে যায়। তবে তাতে উইকেট পরার গতি কমেনি। নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। জীবনদান পাওয়ার একমাত্র সুলতানাই বাংলাদেশের হয়ে লড়াইটা চালিয়ে যান। বাংলাদেশকে কার্যত একাই জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সুলতানা। তবে তিনি আউট হওয়াতেই সবকিছু বদলে যায়।


১৯তম ওভারে ৫৫ বলে ৩৮ রান করে সাজঘরে ফেরেন সুলতানা। শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য ১০ রানের প্রয়োজন ছিল। তবে শেফালি মাত্র এক রান খরচ করে জোড়া উইকেট তুলে নেন। ৮৭ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ। 


আরও পড়ুন: Virat Kohli, WI vs IND: আইডল সচিনের কোন বিরল রেকর্ডে ভাগ বসাতে চলেছেন 'কিং কোহলি'? জানতে পড়ুন


আরও পড়ুন: ICC ODI World Cup 2023, IND vs PAK: বাবর আজমদের ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা নিয়ে নতুন কোন নাটক শুরু করল পাকিস্তান? জেনে নিন


তবে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেও, ভারতের ব্যাটিং কিন্তু একেবারেই ভালো হয়নি। গত ম্যাচের দল ধরে রাখলেও, ভারতীয় ব্যাটাররা নিজেদের একেবারেই মেলে ধরতে পারেনি। ইনিংসের তৃতীয় ওভারে শেফালি মারুফা আখতারের বিরুদ্ধে নাগাড়ে চারটি চার মারেন। পঞ্চম ওভারে নাহিদা আখতার বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন। 


স্মৃতিকে আউট করেন তিনি। ১৩ রানে সাজঘরে ফেরেন ভারতের তারকা ওপেনার। পাওয়ার প্লের শেষে ওভারে সুলতানা খাতুন পরপর বলে সেট শেফালি ও হরমনপ্রীতকে ফেরান। ভারতীয় অধিনায়ক তো নিজের খাতাই খুলকে পারেননি। এরপর সাজঘরে ফেরেন ইয়াস্তিকা ভাটিয়া। তিনি ১১ রানে আউট হন। মাত্র ১৫ রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় ভারত। তারপর আর সেই চাপ কাটিয়ে উঠতে পারেননি জেমাইমারা। 


জেমাইমা ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ। ২১ বলে মাত্র ৮ রান করেন তিনি। হারলিন দেওল ২১ বলে ৬ রান করেন। দীপ্তি শর্মা ১০ রান করেন, অমনজোৎ কৌর করেন ১৪ রান। বাংলাদেশের হয়ে চার ওভারে ২১ রানের বিনিময়ে তিন উইকেট নেওয়া সুলতানা খাতুনই সফলতম বোলার। ফাহিমা খাতুন ১৬ রানের বিনিময়ে দুই উইকেট নেন। 


বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর সমসংখ্যক একদিনের সিরিজও খেলবে ভারতের মহিলা দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল হরমনপ্রীতের দল। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ১৩ জুলাই আয়োজিত হবে। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)