Virat Kohli, WI vs IND: আইডল সচিনের কোন বিরল রেকর্ডে ভাগ বসাতে চলেছেন 'কিং কোহলি'? জানতে পড়ুন
ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই টেস্টে অভিষেক হয়েছিল বিরাটের। সেই সময় শিবনারায়ণ চন্দ্রপল মধ্যগগনে। ভারতীয় বোলারদের কাছে দুঃস্বপ্ন ছিলেন চন্দ্রপল। ১২ বছর দীর্ঘ সময়। শিবনারায়ণ চন্দ্রপল অবসর নিয়ে ফেলেছেন। তাঁর ছেলে ত্যাগনারায়ণ উঠে এসেছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের একবার আইডল সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) বিরল রেকর্ডে ভাগ বসাতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ১২ বছর আগে ক্যারিবিয়ান সফরে গিয়ে বাবার বিরুদ্ধে খেলেছিলেন। এবার বাইশ গজের যুদ্ধে বিরাটের প্রতিপক্ষ ছেলে!এর আগে সচিনও অস্ট্রেলিয়া সফরে গিয়ে পিতা-পুত্রের বিরুদ্ধে খেলেছিলেন। ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া (Team India)। সেই টেস্টে বিরাট খেলবেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকা শিবনারায়ণ চন্দ্রপলের (Shivnarine Chanderpaul) ছেলে ত্যাগনারায়ণের (Tagenarine Chanderpaul)বিরুদ্ধে।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই টেস্টে অভিষেক হয়েছিল বিরাটের। সেই সময় শিবনারায়ণ চন্দ্রপল মধ্যগগনে। ভারতীয় বোলারদের কাছে দুঃস্বপ্ন ছিলেন চন্দ্রপল। ১২ বছর দীর্ঘ সময়। শিবনারায়ণ চন্দ্রপল অবসর নিয়ে ফেলেছেন। তাঁর ছেলে ত্যাগনারায়ণ উঠে এসেছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেন করেন তিনি। এখনও পর্যন্ত ছ’টি ম্যাচ খেলেছেন ত্যাগনারায়ণ। ৪৫৩ রান করেছেন তিনি। ত্যাগনারায়ণের গড় ৪৫.৩০।
আরও পড়ুন: Virat Kohli: বিরাটকে ফের একবার অধিনায়ক করার দাবি তুলে দিলেন প্রাক্তন নির্বাচক প্রধান!
বিরাটের আগে বাবা-ছেলের বিরুদ্ধে খেলেছিলেন মাস্টার ব্লাস্টার। ১৯৯২ সালের অস্ট্রেলিয়া সফরে গিয়ে জিওফ্রে মার্শের বিরুদ্ধে খেলেছিলেন সচিন। জিওফ্রে মার্শের ছেলে শন মার্শের বিরুদ্ধেও মুম্বইকর খেলেছিলেন ২০১১-১২ ক্রিকেট মরসুমে।
চন্দ্রপল ১৬৪টি টেস্টে ১১,৮৬৭ রান করেছেন তিনি। গড় ৫১.৩৭। লাল বলের ক্রিকেটে ৩০টি শতরান ও ৬৬টি অর্ধশতরান করেছেন তিনি। ২৬৮টি একদিনের ম্যাচে ৪১.৬০ গড়ে ৮৭৭৮ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটার। করেছেন ১১টি শতরান ও ৫৯টি অর্ধশতরান। দেশের হয়ে ২২টি টি-টোয়েন্টি খেলে ৩৪৩ রান করেছেন তিনি।
ছেলে ত্যাগনারায়ণ ক্যারিবীয় ক্রিকেটে নবীন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬টি টেস্টে ৪৫৩ রান করেছেন তিনি। গড় ৪২.৪২। একটি শতরান ও একটি অর্ধশতরান এসে তাঁর ব্যাট থেকে। ভারতের বিরুদ্ধেও ভালো পারফরম্যান্স করতে মুখিয়ে রয়েছেন তিনি।