ওয়েব ডেস্ক: দশম আইপিএলের সবথেকে দামি ক্রিকেটার হিসেবে মাঠে নামবেন তিনিই। ইংরেজ অলরাউন্ডার বেন স্টোকস। রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলবেন তিনি। আইপিএলের প্র্যাকটিসে যোগ দিয়েই স্টোকস জানিয়ে দিলেন, কেন আইপিএল আন্তর্জাতিক ক্রিকেটারদের কাছে এত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। বেন স্টোকস বলেছেন, 'অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ এবং ভারতের আইপিএলই মানের বিচারে সেরা। এই দুই লিগে বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা যায়। যেটা ইংল্যান্ডে হয় না।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বিরাট না খেললেন আরসিবি-র অধিনায়ক হবেন কে?


প্রসঙ্গত, এবার পুনের ড্রেসিংরুমে স্টোকস পাবেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বর্তমান অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভেন স্মিথ, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সহ অধিনায়ক অজিঙ্কা রাহানেদের। আগামী ৫ এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে দশম আইপিএল। তাঁকে এবার সাড়ে ১৪ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কারা। ফ্রাঞ্চাইজি মালিককে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন বেন স্টোকস।


আরও পড়ুন  এবার অবসর নিলেন কিউয়ি অলরাউন্ডার গ্রান্ট এলিয়ট