ওয়েব ডেস্ক: আগামী দিনে ভারত পেতে চলেছে দুর্দান্ত প্রতিভাবান এক ক্রিকেটারকে। তিনি আর কেউ নন। রিশব পন্থ। এবারের আইপিএলে চমক দেখানো রিশব পন্থ। তিনিই ভারতীয় দলের আগামিদিনের তারকা হয়ে উঠবেন, বলছেন তাঁর দিল্লি ডেয়ার ডেভিলসের কোচ তথা প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়। দিল্লি ডেয়ার ডেভিলস এবার মাত্র ছ'টি ম্যাচ জিতে ছয় নম্বরে শেষ করেছে। হতাশজনক পারফরম্যান্সই বটে। সেই বিষয়েও কথা বলেছেন রাহুল দ্রাবিড়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন কবে ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে? নিজেই জানালেন রাহুল


দিল্লি ডেয়ার ডেভিলসের কোচ বলেছেন, 'এবারের আইপিএল শুরুর মাত্র দিন দুয়েক আগেই মারা গিয়েছেন রিশব পন্থের বাবা। কিন্তু রিশব দু'দিনের মধ্যে শোক কাটিয়েই যোগ দিয়েছিল দলের সঙ্গে। আর তারপর গোটা আইপিএলেই নজর কাড়া পারফরম্যান্স করেছে। বিষয়টা মোটই এত সহজ নয়। এই ঘটনা থেকেই বোঝা যায় ক্রিকেটের পাশাপাশি রিশব পন্থের মানসিক শক্তিও কতটা। আগামিদিনে রিশব নিশ্চয়ই ভারতের হয়ে অনেক ভাল ম্যাচ খেলবে। আর তাতে লাভবান হবে ভারতীয় ক্রিকেট।' এবারের আইপিএলে দিল্লির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে রাহুল বলেছেন, 'গতবার আমরা সাতটা ম্যাচ জিতেছিলাম। এবার আমরা ছ'টা ম্যাচে জিতেছি। অন্তত আটটা ম্যাচ জিততে না পারলে প্লে অফে ওঠার কোনও সম্ভাবনা থাকে না। আসলে এবার আমরা বেশ কয়েকটা জেতা ম্যাচ শেষ দিকে গিয়ে হেরে গিয়েছি।'


আরও পড়ুন  দীপ্তি শর্মা এবং পুনম রাউতের জুটিতে বিশ্বরেকর্ড