ওয়েব ডেস্ক: গুজরাট লায়ন্সের কাছে ঘরের মাঠে হেরে যাওয়াটা মেনে নিতে পারছেন না কলকাতা নাইট রাইডার্সের কোচ জাক কালিস। তিনি মনে করছেন, বোলাররা হঠাত্‍ই এই ম্যাচে ভালো বল করতে পারেনি। তাই হারতে হল। জাক কালিস বলেছেন, 'এমন নয় যে, একটা ম্যাচে হেরে গিয়েছি বলে আমাদের বোলিং দূর্বল হয়ে গেল। আমরা যেভাবে ব্যাটিং শুরু করেছিলাম, তাতে ২০০ রান করা উচিত ছিল। কিন্তু এটাও মানতে হবে যে, ওরা শেষ পাঁচ ওভার খুব ভাল বল করেছে। তাই আমরা ২০০ পর্যন্ত পৌঁছতে পারিনি।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ব্যাটিংয়ে উন্নতি হয়েছে কিন্তু বোলিংয়ে আরও উন্নতি চান রায়না


কালিস আরও বলেছেন, 'আমাদের বোলাররা বিশেষ করে নারিন, শাকিব আল হাসান, ন্যাথান কাউন্টারনাইল এবং ক্রিস ওকস, কেউই ভাল বল করতে পারেনি। একমাত্র কূলদীপ যাদব কিছুটা যা চেষ্টা করেছিল। তবে, আমাদের হাতে এখনও অনেক সময় আছে। আমরা আত্মবিশ্বাসী যে, পরের ম্যাচ থেকেই সব ঠিক হয়ে যাবে।'


আরও পড়ুন  ইউরোপা লিগের সেমিফাইনালে উঠল ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড