ওয়েব ডেস্ক: আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দশম আইপিএলের নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচ দুর্দান্ত জয় পেয়েছে নাইটরা। গুজরাট লায়ন্সের মতো শক্তিশালী দলকে উড়িয়ে দিয়েছে ১০ উইকেটে। দুর্দান্ত ফর্মে ব্যাট করেছেন ক্যাপ্টেন গম্ভীর এবং ক্রিস লিন। উল্টোদিকে মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচে হেরেছে। তবে, তাদের পক্ষে সুখবর। বাংলাদেশের বিরুদ্ধে সদ্য হ্যাটট্রিক করা লসিথ মালিঙ্গা যোগ দিয়েছেন দলের সঙ্গে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত আটটায়।আজ ম্যাচ শুরুর আগে জেনে নিন কী হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ডুমিনি এবং রাহুলের পরিবর্তে কাকে কাকে নিল দিল্লি এবং ব্যাঙ্গালোর?


মুম্বই ইন্ডিয়ান্স - জস বাটলার, পার্থিব প্যাটেল, রোহিত শর্মা, সৌরভ তিওয়ারি, নীতিশ রানা, কায়রন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া, হরভজন সিং, যশপ্রীত মুমরাহ, মিচেল ম্যাকক্যালাঘান, লসিথ মালিঙ্গা।


কলকাতা নাইট রাইডার্স - গৌতম গম্ভীর, ক্রিস লিন, রবিন উথাপ্পা, মণীশ পাণ্ডে, ইউসুফ পাঠান, সূর্যকুমার যাদব, ক্রিস ওকস, কুলদীপ যাদব, সুনীল নারিন, পীযুষ চাওলা এবং ট্রেন্ট বোল্ট।


আরও পড়ুন  সঞ্জীব গোয়েঙ্কার ভাইয়ের আক্রমণ ধোনিকে, ক্যাপ্টেন কুলের ভক্তরা হলেন 'হট'