সঞ্জীব গোয়েঙ্কার ভাইয়ের আক্রমণ ধোনিকে, ক্যাপ্টেন কুলের ভক্তরা হলেন 'হট'
এবারের আইপিএলের শুরু থেকেই রাইজিং পুনে সুপারজায়ন্টকে নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না! প্রথম ম্যাচে পুনে জেতার পর ফের বিতর্ক। আর এবার বিতর্কের কেন্দ্রে কিনা ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কার ভাই হর্ষ গোয়েঙ্কা! মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে সাত উইকেটে জয় পেয়েছে পুনে। নতুন ক্যাপ্টেন স্মিথ মাত্র ৫৪ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ জিতিয়েছেন দলকে।
ওয়েব ডেস্ক: এবারের আইপিএলের শুরু থেকেই রাইজিং পুনে সুপারজায়ন্টকে নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না! প্রথম ম্যাচে পুনে জেতার পর ফের বিতর্ক। আর এবার বিতর্কের কেন্দ্রে কিনা ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কার ভাই হর্ষ গোয়েঙ্কা! মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে সাত উইকেটে জয় পেয়েছে পুনে। নতুন ক্যাপ্টেন স্মিথ মাত্র ৫৪ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ জিতিয়েছেন দলকে।
আরও পড়ুন এরকম দুর্দান্ত ম্যাচ জেতার পর কী বললেন নাইট ক্যাপ্টেন গম্ভীর?
আর এরপরেই হর্ষ গোয়েঙ্কা টুইট করেন, 'স্মিথ প্রমাণ করল, জঙ্গলের আসল রাজা কে। ধোনিকে পুরো ঢেকে দিয়েছে। একেই বলে ক্যাপ্টেনের মতো ইনিংস। স্মিথকে ক্যাপ্টেন করাটা দারুণ সিদ্ধান্ত হয়েছে।' এই টুইট করা মাত্রই ধোনি সমর্থকদের কড়া নিন্দার মুখে পড়তে হয় হর্ষ গোয়েঙ্কাকে। বেশিরভাগ ধোনি সমর্থকই বলেন, তাঁরা পুনেকে সমর্থন করেন, কারণ, দলে ধোনি রয়েছেন বলে। ধেনি না থাকলে তাঁরা আদৌ পুনেকে সমর্থন করবেন না। এমনকি এরকম অপমানজনক টুইটের পরও তাই।
আরও পড়ুন আইপিএলে বিধি ভঙ্গ করলেন মহেন্দ্র সিং ধোনি