`রয়্যালস কিং` স্টিভ স্মিথ
আজিঙ্কে রাহানে, বেন স্টোকসকে পেছনে ফেলে শেষ পর্যন্ত ২০১৮ সালের আইপিএলে রাজস্থানের অধিনায়ক হিসেবে স্টিভ স্মিথের নাম ঘোষনা করলেন দলের মেন্টর শেন ওয়ার্ন।
নিজস্ব প্রতিবেদন : এমনটা হতে পারে তার ইঙ্গিত মিলেছিল আগেই, যখন মেন্টর হিসেবে কিংবদন্তি অজি স্পিনার শেন ওয়ার্নের নাম ঘোষনা করেছিল রাজস্থান রয়্যালস । দু'বছর পর আইপিএলে প্রত্যাবর্তনের মঞ্চে তারকাখচিত রয়্যালসদের অধিনায়ক হলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ।
আজিঙ্কে রাহানে, বেন স্টোকসকে পেছনে ফেলে শেষ পর্যন্ত ২০১৮ সালের আইপিএলে রাজস্থানের অধিনায়ক হিসেবে স্টিভ স্মিথের নাম ঘোষনা করলেন দলের মেন্টর শেন ওয়ার্ন।
এ প্রসঙ্গে দলের ক্রিকেট প্রধান জুবিন বার্চুয়া জানান, "আমরা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে এসে পৌঁছেছি যে, অধিনায়কের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য স্মিথই যোগ্য ব্যক্তি।" পাশাপাশি তিনি আরও বলেন, " অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে স্মিথ অসাধারণ, আর অধিনায়ক হিসেবে সেটা আগেই প্রমান করেছেন তিনি। " অধিনায়ক স্মিথ জানিয়েছেন, " রাজস্থান রয়্যালসের অধিনায়ত্ব আমার কাছে সম্মানের। আমিও কিং-এর (শেন ওয়ার্ন) সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। "
আরও পড়ুন - কঠিন সফরে ভক্তদের বিরাট সমর্থন চাইলেন কিং কোহলি
দু'বছরের নির্বাসন কাটিয়ে আবার আইপিএলে প্রত্যাবর্তন করছে আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। ৯ এপ্রিল হায়দরাবাদের বিরুদ্ধে এবারের আইপিএল অভিযান শুরু করছে রাজস্থান।
খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়