রায়না পারলেও, রেকর্ড ছুঁতে পারলেন না রোহিত
আগের ১০টি আইপিএল-এ ব্যাক্তিগত ৩০০ রানের গণ্ডি টপকেছিলেন রোহিত শর্মা। কিন্তু এবারের আইপিএলে সেই ৩০০ রানের গণ্ডি টপকাতে ব্যর্থ `হিটম্যান`।
নিজস্ব প্রতিবেদন : রবিবার ফিরোজ শাহ কোটলায় মুম্বইকে ১১ রানে হারিয়েছে দিল্লি। ফলে এবারের আইপিএলের প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। লিগের শেষ ম্যাচে পৌঁছেও টুর্নামেন্টে ধারাবাহিকতার নিরিখে ব্যাক্তিগত রেকর্ড ছুঁতে পারলেন না মুম্বই অধিনায়ক রোহিত শর্মা।
আরও পড়ুন- প্লে অফে ইডেনে কলকাতার সামনে রাজস্থান
আগের ১০টি আইপিএল-এ ব্যাক্তিগত ৩০০ রানের গণ্ডি টপকেছিলেন রোহিত শর্মা। কিন্তু এবারের আইপিএলে সেই ৩০০ রানের গণ্ডি টপকাতে ব্যর্থ 'হিটম্যান'। ২০১৮ সালের আইপিএলে ১৪ ম্যাচ শেষে রোহিতের মোট সংগ্রহ ২৮৬ রান।
আরও পড়ুন- প্লে-অফে কলকাতা, সারারাত 'বস' এর ঘুম এল না
আগের ১০টি আইপিএলে ধারাবাহিকভাবে রোহিত শর্মা এবং সুরেশ রায়না দু'জনেই ব্যাক্তিগত ৩০০ রানের গণ্ডি টপকেছিলেন। আর এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হলেন রোহিত। তবে রোহিত না পারলেও ধারাবাহিকতা ধরে রেখেছেন সুরেশ রায়না। প্লে-অফে খেলার ছাড়পত্র পাওয়া চেন্নাইয়ের সুরেশ রায়না ১৩ ম্যাচে ইতিমধ্যে করেছেন ৩৯১ রান।