নিজস্ব প্রতিবেদন :  ভারত অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে  রীতিমতো উচ্ছ্বসিত চেন্নাইয়ের ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে বিরাটের মিল খুঁজে পেয়েছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- গলি ক্রিকেট খেললেন সচিন, ভাইরাল ভিডিও


বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি প্রসঙ্গে ডোয়াইন ব্রাভো বলেছেন, " বিরাটের সঙ্গে আমার ভাই (ড্যারেন ব্রাভো)অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে খেলেছে। আমি ভাইকে সবসময়ই বলি, বিরাটের সঙ্গে যোগাযোগ রাখতে, কিছু পরামর্শ নিতে।"


আরও পড়ুন- রাসেল ঝড়ে পুরোনো ডেরায় হার গম্ভীরের


সেই সঙ্গে ব্রাভো আরও বলেন, "আমি বিরাটকে ব্যাক্তিগতভাবে বলেছিলাম আমার ভাইকে ব্যাটিং নিয়ে পরামর্শ দেওয়ার কথা। বিরাটকে দেখলেই আমার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথা মনে পড়ে। ভারতের হয়ে হোক কিংবা আইপিএলে বেঙ্গালুরুর হয়ে যখনই বিরাট ব্যাট করে ওর প্রতিভা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। ওর(বিরাট কোহলি)ব্যাটিংকে তো সম্মান করতেই হয়।"