নিজস্ব প্রতিবেদন :  দ্বাদশ আইপিএল-এ ঘরের মাঠে পর পর দুটি ম্যাচ জিতে দারুন ছন্দে কিং খানের কলকাতা। অন্যদিকে প্রথম ম্যাচে মুম্বইকে হারালেও পরের ম্যাচেই ঘরের মাঠে চেন্নাইয়ের কাছে হেরেছে দিল্লি। শনিবার ফিরোজ শাহ কোটলায় দিল্লির মুখোমুখি কলকাতা। একদিকে কেকেআরের লক্ষ্য জয়ের ধারাবাহিকতা ধরে রাখা, অন্যদিকে দিল্লির টার্গেট ঘরের মাঠে জয়ে ফেরা। শনিবার লড়াই দুই উইকেটকিপারের। ছন্দে ঋষভ পন্থ এখনও রান পাননি দীনেশ কার্তিক। বিশ্বকাপের দলে দ্বিতীয় উইকেটকিপার ক হবেন সেই লড়াই আজ রাজধানীতে!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


কলকাতা প্রথম দুই ম্যাচে নীতিশ রানের দায়িত্বশীল ব্যাটিং সঙ্গে আন্দ্রে রাশেলের ঝোড়ো ব্যাটে ভর করে ম্যাচ বের করেছে। তবে নারিন, কুলদীপের মতো কেকেআর স্পিনাররা এখনও এবারের আইপিএলে চাপট দেখাতে পারেননি। অন্যদিকে দিল্লির ক্ষেত্রে ঋষভ ঝড়ে প্রথম ম্যাচে বাজিমাত্ করলেও দ্বিতীয় ম্যাচে সেই ঝড় ওঠেনি। রানের মধ্যে রয়েছেন শিখর ধাওয়ান। তবে এসবের মধ্যে শনিবাসরীয় রাজধানীতে আকর্ষণের কেন্দ্রে দ্রে রাশ। রাশেলকে থামাতেই অঙ্ক কষছেন সৌরভ-পন্টিংরা। এদিকে মুখোমুখি লড়াইয়ে অ্যাডভান্টেজ কলকাতা। ২২ বারের সাক্ষাতে কলকাতা জিতেছে ১৩ বার আর দিল্লি জিতেছে ৯টি ম্যাচ। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। আজকের ম্যাচে দুই দলে প্রথম একাদশে পরিবর্তনের সম্ভবনা বেশ কম। একনজরে দেখে নিই কলকাতা ও দিল্লির সম্ভাব্য প্রথম একাদশ -


কলকাতার সম্ভাব্য একাদশ : সুনীল নারিন, ক্রিস লিন, রবিন উথাপ্পা, নীতিশ রানা, ঘুভমান গিল, দীনেশ কার্তিক(অধিনায়ক), আন্দ্রে রাশেল, পীযুষ চাওলা, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণ।


দিল্লির সম্ভাব্য একাদশ :  পৃথ্বি শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার(অধিনায়ক),ঋষভ পন্থ, কলিন ইনগ্রাম, ক্রিস ওকস/ক্রিস মরিস, অক্ষর প্যাটেল/সন্দীপ লামিছানে, রাহুল তেওটিয়া, কাগিসো রাবাদা, অমিত মিশ্র, ইশান্ত শর্মা।  


আরও পড়ুন - ৪০ বছর খেলেছি, ক্রিকেট নিয়ে কারও জ্ঞান শুনব না : ইমরান খান