নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে কেন বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান ক্রিকেটার বলা হয়, তা আবার তিনি প্রমাণ করলেন। আর প্রমাণ দিলেন বুধবার রাতে ওয়াংখেড়েতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ভালবাসা অটুট! ধোনির জন্য প্ল্যাকার্ড হাতে বৃদ্ধা, ম্যাচ হেরে হৃদয় জিতে গেলেন মাহি


ওইদিন ওয়াংখেড়েতে ছিল আইপিএলে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ। সেই ম্যাচে ব্যাটিং করার সময় তিনি নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন।


ঠিক কী হয়েছিল ঘটনাটি? একটি ভিডিয়োতে দেখা গিয়েছে ধোনি তখন নন স্ট্রাইকার এন্ডে। ব্যাট করছেন কেদার যাদব। বল করছেন মুম্বইয়ের ক্রুনাল পান্ডিয়া। ক্রুনাল ডেলিভারি করার আগে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন।


আরও পড়ুন: IPL 2019,MIvCSK: ধোনির চেন্নাইয়ের জয়রথ থামিয়ে দিল রোহিতের মুম্বই


সেই সময় ক্রুনাল মাঝপথে থেমে যান। তার পর পিছন ফিরে বোলিং এন্ডের দিকে যেতে শুরু করেন। তখনই ধোনি ক্রিজে নিজের ব্যাট রেখে দেন। ফলে রান আউটের হাত থেকে বেঁচে যান চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।



প্রসঙ্গত, কয়েকদিন আগেই এমন একটি মাঁকড়ীয় রান আউটের ঘটনা ঘটেছিল। রাজস্থান রয়্যালসের জোশ বাটলারকে ওই ভাবে আউট করেন কিংস ইলেভেন পঞ্জাবের রবিচন্দ্রন অশ্বিন।


আরও পড়ুন: IPL 2019 : বদলা! অশ্বিনের সমালোচনায় শালীনতার মাত্রা ছাড়ালেন ইংলিশ পেসার অ্যান্ডারসন


কিন্তু বৃহস্পতিবার রাতে ধোনির বুদ্ধিমত্তায় সেই বিতর্ক নতুন করে তৈরির সুযোগ হয়নি।