IPL 2020: বিদায়বেলায় এবিডি`র আবেগঘন বার্তায় মন ছুঁয়ে গেল
আমিরশাহিতে এবারের আইপিএল সবচেয়ে বেশি উপভোগ করেছেন বলে জানালেন এবি ডিভিলিয়ার্স।
নিজস্ব প্রতিবেদন: এলিমিনেটরে হায়দরাবাদের কাছে হেরে এবারের মতো আইপিএল থেকে বিদায় নিয়েছে আরসিবি। অনেকেই মজা করে বলছেন, নিউ নরমাল ২০২০-তে কিছু একটা অন্তত নরমাল হল! আইপিএল থেকে ছিটকে গিয়েছে ব্যাঙ্গালোর।
গত দুটি মরশুমে পয়েন্ট টেবিলে সবার নিচে থেকে আইপিএল শেষ করেছিল আরসিবি। এবার অবশ্য প্লে-অফ খেলেছে। ২০১৬ সালে আইপিএল-এর রানার্স দল। আমিরশাহিতে আইপিএল শুরুর আগে এবার দল নিয়ে আশাবাদী ছিলেন বিরাট কোহলি-এবি ডিভিলিয়ার্সরা। তবে এলিমিনেটর থেকেই বিদায় নিতে হয়েছে এবিডি-দের।
আমিরশাহিতে এবারের আইপিএল সবচেয়ে বেশি উপভোগ করেছেন বলে জানালেন এবি ডিভিলিয়ার্স। ইনস্টা পোস্টে আবেগঘন বার্তায় এবিডি লিখেছেন, " সবচেয়ে উপভোগ্য সফরের দিকে একবার ফিরে তাকানো যাক! আমরা একসঙ্গে সবাই খুব মজা করেছি। একসঙ্গে কত স্মৃতি যা বহুদিন থেকে যাবে। আমরা সবাইকে অভিনন্দন জানাই যাঁরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সমর্থন করে গিয়েছেন। ক্রমেই শক্তিশালী হচ্ছি প্রত্যেক বছরেই..."
আরও পড়ুন- অবসরের এক যুগ; আজকের দিনেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ