IPL 2020: পয়েন্ট টেবিলের লাস্ট বয় CSK,সোশ্যাল মিডিয়ায় ট্রোল হল ধোনির দল
দিল্লিকে ১৫ রানে হারায় ডেভিড ওয়ার্নারের দল। আর তাতেই আইপিএলের পয়েন্ট টেবিলে ওলটপালট।
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার আমিরশাহি আইপিএলে প্রথম জয়ের মুখ দেখল সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লিকে ১৫ রানে হারায় ডেভিড ওয়ার্নারের দল। আর তাতেই আইপিএলের পয়েন্ট টেবিলে ওলটপালট।
একটা ম্যাচ জিততেই আট নম্বরে সানরাইজার্স হায়দরাবাদ উঠে এসেছে ছয় নম্বরে। আর চেন্নাই সুপার কিংস নেমে গিয়েছে আট নম্বরে। পয়েন্ট টেবিলের লাস্ট বয় এখন ধোনির দল। আর তাই নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ধোনির দলকে নিয়ে রীতিমতো সমালোচনার ঝড়।
এদিকে জয় দিয়ে আমিরশাহি আইপিএলে অভিযান শুরু করলেও পর পর দুটো ম্যাচ হেরে বেশ খানিকটা ব্যাকফুটে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে জয়ের পর রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছে চেন্নাই। দোসরা অক্টোবর আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামবে সিএসকে।
আরও পড়ুন - IPL 2020: দিল্লিকে হারিয়ে আইপিএলে প্রথম জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ