নিজস্ব প্রতিবেদন: ২০২০ সালের আইপিএলে বেশ কয়েকটি বদল আসতে চলেছে। সাধারণভাবে শনি এবং রবিবার দুটি করে ম্যাচ হয়ে থাকে। প্রথমটি বিকেল ৪টে থেকে আর পরেরটি রাত ৮টা থেকে। নতুন মরশুমে উঠে যাচ্ছে দুটি করে ম্য়াচ। প্রতি দিন একটি করে ম্যাচ হতে পারে বলে শোনা যাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বোর্ড সূত্রে খবর, আইপিএলের সূচি এখনও পুরোপুরি তৈরি না হলেও ফাইনাল হবে ২৪ মে, ২০২০। ২৯ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়েতে শুরু হবে এবারের আইপিএল। ৪৫ দিনের পরিবর্তে এবার হবে ৫৭ দিনের আইপিএল। কারণ  লিগে প্রতিদিন একটি করেই এবার ম্য়াচ হবে বলে জানা গিয়েছে। প্রত্যেকটি ম্যাচ শুরু হবে সন্ধে সাড়ে সাতটার সময়। এতে ম্যাচ শেষে দর্শকদের বাড়ি ফিরতেও সুবিধে হবে।


তবে এগুলি সবই প্রস্তাবনা স্তরে। এই প্রস্তাবে অবশ্য সায় রয়েছে সব ফ্র্যাঞ্চাইজি দলগুলোরই। তবে সব প্রস্তাবই আইপিএল গভর্নিং কাউন্সিলের শিলমোহরের অপেক্ষায়। সৌরভ গাঙ্গুলি বোর্ড সভাপতি হওয়ার পর আইপিএলের খরচ কমাতে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছেন। এবার কোটিপতি লিগে দর্শক টানতে নয়া প্রস্তাব।  


আরও পড়ুন - ডার্বি জয় সিটির; ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডকে হারিয়ে লিগ কাপ ফাইনালের পথে ম্যান সিটি