নিজস্ব প্রতিবেদন:  ক্রিক ইনফোর স্মার্ট স্ট্যাট প্রযুক্তির হিসেবে আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। তাই তো ভয়ংকর, বিধ্বংসী, আগ্রাসী, আক্রমণাত্মক- একসঙ্গে অসংখ্য বিশেষণ জুড়ে দেওয়া যায় তাঁর নামের পাশে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া দলকে একা হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন তিনি। বিপক্ষ বোলারদের কাছে তিনি ত্রাস। শুধু বিপক্ষ কেন নিজের দলের বোলাররাও রাসেলকে বল করতে ভয় পান!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এবার সেই কথাই বললেন কেকেআর-এর রিস্ট স্পিনার কুলদীপ যাদব। এবারের আইপিএল-এ চমক দেখাতে তৈরি এই ভারতীয় স্পিনার। নিজের কাছে রেখেছেন বেশ কয়েকটি ম্যাজিক ডেলিভারি। গত মরশুমের খারাপ ফর্ম নিয়ে না ভেবে বরং নতুন মরশুমে চমক দেখাতে তৈরি চায়নাম্যান বোলারটি। সেই কুলদীপ যাদবও বিধ্বংসী রাসেলকে নেটে বল করতেও ভয় পান বলে জানিয়েছেন।



তিনি জানান, "বিশ্বাস করুন আমি নেটেও আন্দ্রে রাসেলকে বল করতে চাই না। কখন যে জোরে বল এসে লাগবে বলা তো যায় না। তবে বিগ হিটারদের বিরুদ্ধে ডেথ ওভারে কী ভাবে বল করতে হয় সেটা রাসেলকে বল করলে অবশ্য বোঝা যায়। অনেক অভিজ্ঞতা অর্জন করা যায়।"


সিপিএল খেলে রবিবারই আবু ধাবিতে নাইট শিবিরে যোগ দিয়েছেন আন্দ্রে রাসেল। আপাতত ছয় দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রয়েছেন। এখনও দলের সঙ্গে অনুশীলন শুরু করেননি ক্যারিবিয়ান অলরাউন্ডার।


 


আরও পড়ুন - IPL 2020: টুর্নামেন্ট শুরুর তিন দিন আগেও খারাপ খবর চেন্নাই শিবিরে!