নিজস্ব প্রতিবেদন: ২০২০ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স একেবারেই ধারাবাহিক নয়। এখন পর্যন্ত নয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চার নম্বরে রয়েছে কেকেআর। প্লে-অফের লড়াইয়েও রয়েছে কিং খানের দল। ইতিমধ্যেই দীনেশ কার্তিক নেতৃত্ব ছেড়েছেন। পরিবর্তে নাইটদের নতুন নেতা হয়েছেন ইয়ন মরগ্যান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মরগ্যানের নেতৃত্বে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচেই সুপার ওভারে সানরাইজ হায়দরাবাদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে নাইটরা। এবার নাইট শিবিরে যোগ দিতে চলেছেন নিউ জিল্যান্ডের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান টিম শেফার্ট। মার্কিন পেসার আলি খানের পরিবর্তে তাঁকে দলে নিতে চলেছে নাইট ম্যানেজমেন্ট। যদিও সরকারিভাবে এখনও ঘোষণা করা হয়নি কেকেআর ম্যানেজমেন্টের তরফে। সেফার্টের নর্দার্ন ডিস্ট্রিক্টের তরফে আইপিএলে যোগ দেওয়ার কথা জানানো হয়েছে।



একটি ম্যাচে না খেলে চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছেন মার্কিন পেসার আলি খান। তাঁর পরিবর্তেই টিম শেফার্ট নাইট দলে।
শোনা যাচ্ছে শীঘ্রই সংযুক্ত আরব আমিরশাহিতে কেকেআর শিবিরে যোগ দেবেন তিনি। সেক্ষেত্রে অফ ফর্মে থাকা প্রাক্তন নাইট অধিনায়ক দীনেশ কার্তিকের পরিবর্তে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে টিম শেফার্টকে খেলানো হতে পারে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।



আরও পড়ুন - IPL 2020: মধ্যরাতে ম্যাচ জিতে শিশুর মতো উচ্ছ্বাস প্রকাশ করলেন প্রীতি