নিজস্ব প্রতিবেদন:   যে ঋদ্ধিমান সাহার ব্যাটে কেকেআরের প্লে-অফের স্বপ্নভঙ্গ হয় সংযুক্ত আরব আমিরশাহিতে সেই ঋদ্ধিমান নেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচে। দুরন্ত ফর্মে থাকা ঋদ্ধিকে বাদ দিয়ে কেন মাঠে নামল হায়দরাবাদ? সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার স্পষ্ট করলেন।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টসের সময় ওয়ার্নার জানিয়ে দিলেন চোটের জন্য নেই ঋদ্ধিমান সাহা।  তবে ঋদ্ধির পরিবর্তে প্রথম এগারোতে আর এক বঙ্গসন্তান।  খেলছেন শ্রীবত্স গোস্বামী। চোটই বার বার সমস্যায় ফেলে দিল পাপালিকে।   


ঋদ্ধিমান সাহা। আমিরশাহিতে আইপিএলে খুব বেশি সুযোগ পাননি। তবে যেটুকু সুযোগ পেয়েছেন তাতেই যাবতীয় সমালোচনার জবাব দিয়েছেন তিনি। শুরুতে একটা ম্যাচ খেলার পর বসিয়ে দেওয়া তাঁকে।  এরপর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ওপেন করতে নেমে ঋদ্ধি দিল্লির বিরুদ্ধে ৪৫ বলে ৮৭ রান করে নিজের জাত চিনিয়েছিলেন। আরসিবি-র বিরুদ্ধে ৩২ বলে ৩৯ রান করেন পাপালি। আর মুম্বইয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে দুরন্ত হাফ সেঞ্চুরি করেন । ৪৫ বলে ৫৮ রানে নটআউট থাকেন ঋদ্ধিমান সাহা।



আরও পড়ুন - ভারত-অস্ট্রেলিয়া সিরিজের আগে কোহলিকে নিয়ে অজিদের বিরাট সতর্ক করলেন স্টিভ ওয়া