নিজস্ব প্রতিবেদন: আজ আইপিএলে মেগা ম্যাচ। মুখোমুখি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ানস ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হাড্ডাহাড্ডি ম্যাচের প্রতীক্ষায় প্রহর গুনছেন ক্রিকেটপ্রেমীরা। নাইটদের হারিয়ে আইপিএলে জয়ে ফিরেছে মুম্বই। আজ ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া হিটম্যানের দল। অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে বড় ব্যবধানে হেরেছে আরসিবি। আজ দুবাইয়ে মুম্বইকে হারিয়ে আইপিএলে জয়ের সরণিতে ফিরতে মরিয়া কিং কোহলির দল।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে প্রচুর রান দেওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দুই বোলার ডেল স্টেইন এবং উমেশ যাদবের পরিবর্তে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে দেখা যেতে পারে ক্রিস মরিস এবং মোহাম্মদ সিরাজকে। অন্যদিকে ছন্দে থাকা মুম্বই ইন্ডিয়ানস দলে বদলের সম্ভাবনা তেমন নেই বললেই চলে। ডি'কক, পোলার্ড, হার্দিক, বুমরাহদের পাশাপাশি ক্যাপ্টেন রোহিত শর্মাকে ভরসা জোগাচ্ছেন সূর্যকুমার যাদব, ট্রেন্ট বোল্ট, প্যাটিনসনরা।



আরও পড়ুন - আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির  রেকর্ড ভেঙে দিলেন মিচেল স্টার্কের স্ত্রী