আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির রেকর্ড ভেঙে দিলেন মিচেল স্টার্কের স্ত্রী

দুটি স্টাম্পিং করে ধোনিকে টপকে যান অজি পেসার মিচেল স্টার্কের স্ত্রী আলিশা হিলি।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Sep 28, 2020, 10:43 AM IST
আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির  রেকর্ড ভেঙে দিলেন মিচেল স্টার্কের স্ত্রী
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন:  প্রাক্তন ভারত অধিনায়ক তথা উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার উইকেট কিপার আলিশা হিলি। টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি আউট করার রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের এই উইকেট কিপার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৮ ম্যাচে ধোনির শিকার ছিল ৯১ টি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে কিউইদের বিরুদ্ধে দুটি স্টাম্পিং করে ধোনিকে টপকে যান অজি পেসার মিচেল স্টার্কের স্ত্রী আলিশা হিলি।

 

 

১১৪ ম্যাচে ৪২ টি ক্যাচ এবং ৫০ টি স্টাম্পিং করেছেন আলিশা হিলি। অন্যদিকে ৯৮ ম্যাচে ৫৭ টি ক্যাচ ধরেছেন এবং ৩৪ টি স্টাম্পিং করেছেন মহেন্দ্র সিং ধোনি। ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনি।

 

আরও পড়ুন -  IPL 2020: রেকর্ড রান তাড়া জয় রাজস্থানের, সৌরভ লিখলেন, বিশ্বের সেরা লিগ  IPL

.