MS Dhoni: `আমার স্বপ্নপূরণ`! ফের ধোনির সই-শিকারি বিপক্ষের তরুণ ক্রিকেটার
রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়ালের পর এবার ললিত যাদব।
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ক্রিকেট জানে এমএস ধোনির (MS Dhoni) মানে। আজও কোটি কোটি তরুণ ক্রিকেটারদের অনুপ্রেরণা তিনি। বিশ্ববন্দিত উইকেটকিপার-ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানিয়েছেন বছরখানেক আগে। তবুও বিশ্বকাপ জয়ী কিংবদন্তির মাহাত্ম্য অটুট। ধোনির সংস্পর্শে আসতে পারার স্বপ্ন দেখেন দেশ-বিদেশের তরুণ ক্রিকেটাররা।
আইপিএল বারবার দেখেছে যে, ধোনির সই-শিকারিদের তালিকায় থাকেন বিপক্ষের ক্রিকেটাররা। রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়ালের পর এবার ললিত যাদব (Lalit Yadav)। চেন্নাই-দিল্লি ম্যাচের পর অলরাউন্ডার ললিত ছুটে যান ধোনির কাছে। গিয়ে তাঁর জার্সিতে ধোনির অটোগ্রাফ করিয়ে নেন তিনি। সেই ছবি টুইটারে শেয়ার করে ললিত লেখেন 'আমার স্বপ্নপূরণ'।
আরও পড়ুন: IPL 2021: 'কিউটেস্ট থিং এভার'! চেন্নাইয়ের জয়ের প্রার্থনায় ধোনি কন্যা জিভা
মঙ্গলবার দুবাইয়ে শেষ ওভারের রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লি ক্যাপিটালস তিন উইকেটে চেন্নাইকে হারিয়ে দেয়। ম্যাচে চেন্নাইয়ের ১৩৬ রান তাড়া করতে নেমেছিল দিল্লি। যদিও ম্যাচের একটা সময় মনে হচ্ছিল যে, কম রানের পুঁজি নিয়েও শেষ হাসি হাসবেন ধোনি। তবে শেষ ওভারে চেন্নাইয়ে সব ছক বানচাল করে দিলেন সিমরন হেটমেয়ার (Shimron Hetmyer)।
আরও পড়ুন:IPL 2021, DCvsCSK: শেষ ওভারে Dhoni-র চেন্নাইকে হারিয়ে দিলেন Shimron Hetmyer, শীর্ষে দিল্লি
উইন্ডিজ পাওয়ারহিটার ১৮ বলে অপরাজিত ২৮ রানের ইনিংস খেলেই ম্যাচের রং বদলে দেন। মাত্র দুই বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জিতে নেয় ঋষভ পন্থের দিল্লি। একই সঙ্গে এই ম্যাচ জিতে চেন্নাইকে টপকে গেল দিল্লি। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ফের লিগ টেবিলের শীর্ষে পন্থ অ্যান্ড কোং। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুয়ে নেমে আসল ধোনির 'ইয়েলো আর্মি'। চেন্নাই ও দিল্লির মধ্যে ওঠা-নামার সাপ লুডো অব্যাহত।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)