IPL 2022 Auction: দু`দিনের নিলাম পর্ব শেষে ১০ ফ্র্যাঞ্চাইজি গুছিয়ে নিল ঘর
নিলাম শেষ। এবার অপেক্ষা আইপিএল শুরুর।
রাত ১০.৩৭: আইপিএলের নিলাম শেষ। দেখে নিন সেরা দর পেলেন যাঁরা।
রাত ৮.২০: পরপর তিন বিদেশিকে নিল রাজস্থান রয়্যালস
এলেন জেমস নিশাম (১.৫ কোটি টাকা), ন্যাথান কুল্টার নাইল (২ কোটি টাকা) ও রাসি ভ্যান ডার ডুসেন (১ কোটি টাকা)
রাত ৮.০০: ১ কোটি টাকায় আফগানিস্তানের মহম্মদ নবি কেকেআরে
সন্ধ্যা ৭.৩০: ১.৯০ কোটি টাকায় ঋদ্ধিমান সাহা খেলবেন গুজরাত টাইটান্সে
বিকেল ৫.১১: ৮ কোটি ২৫ লক্ষ টাকায় টিম ডেভিড মুম্বইয়ে। বেস প্রাইজ ছিল ৪০ লক্ষ টাকা।
বিকেল ৫.০৪: ৭ কোটি ৭৫ লক্ষ টাকায় রোমারিও শেফার্ডকে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
বিকেল ৪.৩০: ১.৯০ কোটি টাকায় মিচেল স্যান্টনার চেন্নাইয়ে।
বিকেল ৪.২৫: ৮ কোটি টাকায় জোফ্রা আর্চার এলেন মুম্বইতে। হাততালিতে ফেটে পড়ল নিলামের মঞ্চ।
বিকেল ৪.১৭: ২. ৬০ কোটি টাকায় অজি অলরাউন্ডার ড্যানিয়েল স্যামস মুম্বইতে।
বিকেল ৪.১০: ১ কোটি টাকায় শেরফানে রাদারফোর্ড বেঙ্গালুরুতে।
বিকেল ৪.০৭: ২.৮ কোটি টাকায় ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েল এলেন দিল্লিতে
বিকেল ৪.০১: ১ কোটি টাকায় নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে এলেন চেন্নাইয়ে
দুপুর ৩.৩১: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ রাজ অঙ্গদ বাওয়াকে ২ কোটি টাকায় নিল পঞ্জাব। ২০ লক্ষ টাকা বেস প্রাইজ ছিল তাঁর
দুপুর ৩.১৫: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক যশ ধুলকে ৫০ লক্ষ টাকায় নিল দিল্লি ক্যাপিটালস
দুপুর ২.০৫: ৫০ লক্ষ টাকায় শাহবাজ নাদিম এলেন লখনউতে
দুপুর ১.৪৫: অবিক্রিত প্রোটিয়া পেসার লুঙ্গি নিদি ও ভারতের ইশান্ত শর্মা
দুপুর ১.৩৭: ২ কোটি টাকায় শ্রীলঙ্কার দুস্মন্ত চামিরাকে নিল লখনউ
দুপুর ১.৩২: ৫.২৫ কোটি টাকায় খালিল আহমেদকে নিল দিল্লি ক্যাপিটালস
দুপুর ১.১২: ৯০ লক্ষ টাকায় অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গৌতমকে নিল লখনউ সুপার জায়েন্টসে
দুপুর ১২.৫৫: ৬ কোটি টাকায় উইন্ডিজ অলরাউন্ডার ওডিন স্মিথকে নিল পঞ্জাব কিংস।
দুপুর ১২.৪৫: ১ কোটি ৪০ লক্ষ টাকায় বিজয় শঙ্করকে নিল গুজরাত টাইটান্স
দুপুর ১২.৩৫: নিলামের শুরুতেই চমক! লিয়াম লিভিংস্টোনকে ১১.৫০ কোটি টাকায় দলে নিল প্রীতি জিন্টার পঞ্জাব কিংস
দুপুর ১২.৩০: প্রথম দিন নিলাম পরিচালনা করতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন সঞ্চালক হিউজ এডমিডাস। এখন ভাল আছেন তিনি।
এবার নিলামে উঠছেন ৫৯০ জন ক্রিকেটার। যাঁদের মধ্যে ২২৮ জন 'ক্যাপড' (দেশের হয়ে খেলেছেন) ও ৩৫৫ জন 'আনক্যাপড' (দেশের হয়ে খেলেননি)। ৭ জন ক্রিকেটার থাকছেন অ্যাসোসিয়েট দেশ থেকেও। সর্বোচ্চ ২ কোটি টাকা রিজার্ভ প্রাইস রাখা হয়েছে। তালিকায় রয়েছেন ৪৮ জন ক্রিকেটার। ১.৫ কোটি টাকার রিজার্ভ প্রাইসে আছেন ২০ জন ক্রিকেটার। ১ কোটি টাকার রিজার্ভ প্রাইসে রয়েছেন ৩৪ জন ক্রিকেটার।
আরও পড়ুন: IPL 2022 Auction: Ishan Kishan থেকে Avesh Khan, Shrdul থেকে Shahrukh Khan, কেমন হল প্রথমদিনের নিলাম?
প্রথম দিনের নিলামের শেষে ৭৪ জন ক্রিকেটার দল পেয়েছেন। ফ্র্যাঞ্চাইজিদের মিলিত খরচ হয়েছে ৩৮৮ কোটি ১০ লক্ষ টাকা। সবচেয়ে দামে বিক্রি হয়েছেন ঈশান কিশান (Ishan Kishan)। ১৫ কোটি ২৫ লক্ষ টাকায় তাঁকে ফের কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। সবচেয়ে দামি 'আনক্যাপড' (দেশের হয়ে যিনি খেলেননি) প্লেয়ার হয়েছেন আবেশ খান (Avesh Khan)। ১০ কোটি টাকায় দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস।