নিজস্ব প্রতিবেদন: মুকেশ চৌধুরীর আগুনে বোলিংয়ের সৌজন্যে রোহিত শর্মার দল চাপে থাকলেও, চেন্নাই সুপার কিংসের খারাপ ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে দেড়শো রানের গণ্ডি টপকে যায় মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচে অন্তত চারটি ক্যাচ মিস করেন সিএসকের ফিল্ডাররা। রবীন্দ্র জাদেজা ছাড়াও ক্যাচ ছাড়েন ডোয়েন ব্র্যাভো-শিবম দুবেরা। সহজ স্টাম্প মিস করলেন মহেন্দ্র সিং ধোনি। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দ্বিতীয় ওভারে মিচেল স্যান্টনারের দ্বিতীয় বলে (১.২ ওভারে) ধোনি বিপক্ষের সূর্যকুমার যদবকে স্টাম্প আউট করার সহজ সুযোগ হাতছাড়া করেন। সূর্য তখন ব্যাট করছিলেন ৪ রানে। শেষ পর্যন্ত তিনি ৩২ রানে করেন। 


স্যান্টনারের সেই ওভারের শেষ বলে (১.৬ ওভারে) ডেওয়াল্ড ব্রেভিসের সহজ ক্যাচ ছাড়েন জাদেজা। ব্রেভিস তখন ২ রানে ব্যাট করছিলেন। যদিও ব্যক্তিগত ৪ রানের মাথায় আউট হয়ে যান বেবি এবি। তাই তাঁর ক্যাচ ছাড়ার বড়সড় মাশুল চোকাতে হয়নি চেন্নাইকে।


৪.১ ওভারে মুকেশ চৌধরীর বলে তিলক বর্মার ক্যাচ মিস করেন ডোয়েন ব্র্যাভো। তিলক তখন ২ রানে ব্যাট করছিলেন। শেষমেশ তিনি ৫১ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন।


পরে ১১.৬ ওভারে স্যান্টনারের বলে হৃত্বিক শোকিনের অতি সহজ ক্যাচ মিস করেন জাদেজা। যা একেবারেই অপ্রত্যাশিত। হৃত্বিক তখন ১৪ রানে ব্যাট করছিলেন। শেষমেশ তিনি ২৫ রান করেছেন। 


এরপর ১৮.৪ ওভারে প্রিটোরিয়াসের বলে উনাদকাটের ক্যাচ ছাড়েন শিবম দুবে। উনাদকাট তখন ১ রানে ব্যাট করছিলেন। তিনি শেষ পর্যন্ত ১৯ রান করে অপরাজিত থাকেন।


সুতরাং, চেন্নাই এমন ফিল্ডিং মিস না করলে মুম্বইয়ের পক্ষে ১০০ রানের গণ্ডি টপকানোও মুশকিল হয়ে দাঁড়াত। শেষমেশ তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৫ রান তোলে।


আরও পড়ুন: Mukesh Choudhary, IPL 2022: Mumbai-এর বিরুদ্ধে কোন নজির গড়লেন CSK-এর তরুণ পেসার


আরও পড়ুন: Rohit Sharma, IPL 2022: ফের ব্যর্থ হয়ে কোন লজ্জার নজির গড়লেন 'হিটম্যান'? জানতে পড়ুন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)