নিজস্ব প্রতিবেদন: মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) হারিয়ে এ বারের আইপিএল (IPL 2022) অভিযান শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তবে দ্বিতীয় ম্যাচেই গুজরাত টাইটান্সের (Gujarat Titans) কাছে ১৪ রানে হেরে গেল ঋষভ পন্থের (Rishabh Pant) দল। তবে ম্যাচ হারলেও ভাল খবর শুনিয়ে গেলেন দিল্লির হেড কোচ রিকি পন্টিং (Ricky Ponting)। তাঁর দাবি দলের দুই বিদেশি আনরিখ নোকিয়া (Anrich Nortje) ও ডেভিড ওয়ার্নার (David Warner) খুব দ্রুত মাঠে নেমে পড়বেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিল্লির জার্সি গায়ে চাপিয়ে আগেও সফল হয়েছেন দক্ষিণ আফ্রিকার এই জোরে বোলার। তবে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে তাঁকে মাঠে দেখা যায়নি। যদিও পন্টিং মনে করেন যে খুব তাড়াতাড়ি মাঠে নেমে পড়বেন নোকিয়া। 


ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে পন্টিং বলেন, "নোকিয়া প্রতিদিন দারুণ অনুশীলন করছে। নেটে ১০০ শতাংশ দিচ্ছে। আশা করি আর কিছুদিনেই মধ্যেই ও পুরো ফিট হয়ে উঠবে।" 


আগামী ৭ মার্চ লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ খেলতে নামবে দিল্লি। সেই ম্যাচে নোকিয়ার খেলার সম্ভাবনা দেখছেন পন্টিং। নোকিয়ার পাশাপাশি ওয়ার্নারকে নিয়েও আশাবাদী পন্টিং। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ার্নারদের চুক্তি অনুসারে ৬ এপ্রিলের আগে কোনও অজি ক্রিকেটার আইপিএল খেলতে পারবেন না। 


ওয়ার্নারের খেলা নিয়ে পন্টিং বলেন, "ওয়ার্নারকেও খেলানো নিয়ে আমরা আশাবাদী। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার পর ওকে সীমিত ওভারের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। আমার ধারণা ও পুরো তরতাজা হয়ে মাঠে নামবে।" 


আরও পড়ুন: Team India: কোচ Rahul Dravid সফল হবেই, বিশ্বাস করেন Sourav Ganguly


আরও পড়ুন: IPL 2022, MIvsRR: কবে মাঠে ফিরবেন Suryakumar Yadav? জানালেন Rohit Sharma


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)