IPL 2022, CSK: MS Dhoni-র `হলুদ সেনা` এবার এই জার্সিতে! দেখুন সেই ভিডিও
আইপিএলে (IPL 2022) এমএস ধোনির ( MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) খেলবে চেনা জার্সিতেই।
নিজস্ব প্রতিবেদন: এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings, CSK) পনেরোতম আইপিএলের (IPL 2022) জার্সি উন্মোচল করল বুধবার। নতুন কিট পার্টনার হিসাবে তারা পেয়েছে টিভিএস ইউরোগ্রিপকে (TVS Eurogrip)। গতবারের চ্যাম্পিয়ন দলের নতুন জার্সিতে ভিডিওতে দেখা গেল ক্যাপ্টেন এমএস ধোনি (MS Dhoni), অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও ওপেনিং ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়কে (Ruturaj Gaikwad)। চেন্নাই এই মরশুমে জাদেজা (১৬ কোটি), ধোনি (১২ কোটি),মইন আলি (৮ কোটি) ও গায়কোয়াড়কে (৬ কোটি) রিটেইন করেছিল।
আগামী ২৬ মার্চ আইপিএলের (IPL 2022) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই (CSK) ও রানার্স কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। চেন্নাইয়ের প্রথম ম্যাচে নামার আগেই অনিশ্চিত দলের দুই তারকা ক্রিকেটারকে নিয়ে। চেন্নাইয়ের তারকা পেসার দীপক চাহার কবে মাঠে ফিরবেন তা এখনও জানা নেই। যিনি সিএসকে-এর প্রধান পেস অস্ত্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আইপিএল-এ হলুদ জার্সিতে দুরন্ত পারফরম্যান্সের জোরে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে (Team India)। অন্যদিকে চেন্নাইয়ের অনিশ্চিয়তা দলের তারকা অলরাউন্ডার মইনকে নিয়েও। ইংরেজ ক্রিকেটারের ভারতের আসার ভিসা পাননি। ফলে এমএস ধোনির (MS Dhoni) দলে যোগ দেওয়া তাঁর পিছিয়ে গিয়েছে। তবে আইপিএল-এর উদ্বোধনী ম্যাচের আগেই চেন্নাইয়ে যোগ দিয়েছেন গায়কোয়াড। ডানহাতির কব্জির চোট সারিয়ে সিএসকে শিবিরে যোগ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: IPL 2022: আইপিএল শুরুর আগে Hardik Pandya-কে কী বার্তা দিলেন Rohit Sharma?
আরও পড়ুন: Finalissima 2022, Italy vs Argentina: জানুন এই ম্যাচের বিস্তারিত তথ্য