নিজস্ব প্রতিবেদন: আর কয়েক ঘণ্টা পর মোতেরায় মহারণ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) মেগা ম্যাচ। আইপিএল ফাইনালে (IPL Final 2022) মুখোমুখি গুজরাত টাইটান্স (Gujarat Titans, GT) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals, RR)। সুপার সানডে-র ম্যাচে চোখ থাকবে রাজস্থানের স্পিনার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) ওপর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চলতি আইপিএলে ১৬ ম্যাচে ২৬ উইকেট পেয়েছেন চাহাল। সমসংখ্যক উইকেট পেয়ে পার্পল ক্যাপ রয়েছে আরসিবি-র ওয়ানিন্দু হাসারঙ্গার মাথায়। কারণ তাঁর ইকনমি রেট চাহালের থেকে ভাল। ফাইনালে আর একটি উইকেট পেলেই চাহাল বেগুনি টুপি নিয়ে নেবেন হাসারঙ্গার থেকে। এদিন হরিয়ানার স্পিনার যদি তিন উইকেট পান, তাহলে রাজস্থানের ১৫ বছরের লিগ ইতিহাসে এক মরশুমে সর্বাধিক উইকেটশিকারি হয়ে যাবেন।


২০১৩ সালে অজি অলরাউন্ডার জেমস ফকনার (James Faulkner) ২৮ উইকেট নিয়েছিলেন রাজস্থানের জার্সিতে। যদিও সেবার ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo) ৩২ উইকেট নিয়ে পার্পল ক্যাপ পান। চাহাল ২০১৩ সালে আইপিএল অভিষেক করেন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে। ঘটনাচক্রে একটি ম্যাচই খেলেন তিনি। এরপর চলে আসেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (Royal Challengers Bangalore) ২০১৪-২০২১ পর্যন্ত খেলে ১৩৯টি উইকেট নেন বছর একত্রিশের স্পিনার।


আরও পড়ুন: UEFA Champions League Final 2022: ট্রফি জিতেই ইংরেজ সমর্থকদের একহাত নিলেন Thibaut Courtois


আরও পড়ুনShoaib Akhtar: রোহিতকে নিয়ে সন্দিহান আখতার! ভারতের পরবর্তী অধিনায়ক বেছে নিলেন পাক মহারথী


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)