IPL 2022, Yashasvi Jaiswal: দ্বিধায় আম্পায়ার, নিজেই মাঠ ছেড়ে স্পোর্টসম্যানশিপের উদাহরণ দিলেন Rajasthan-এর ওপেনার
গুজরাত টাইটান্সের (Gujarat Titans) অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) যশস্বী (Yashasvi Jaiswal) দ্বিতীয় ওভারের শেষ বলে ঋদ্ধির (Wriddhiman Saha) হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।
নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএলে (IPL 2022) এ বার রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) জিতবে কিনা জানা নেই। তবে সঞ্জু স্যামসনের (Sanju Samson) দল এ বার ‘ফেয়ার প্লে পুরস্কার’ পেতেই পারে। তাদের ওপেনার যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সৌজন্যে। তাঁর ব্যাটের কানায় লেগে বল ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) হাতে যাওয়ার সঙ্গে সঙ্গেই যে ভাবে ক্রিজ ছাড়লেন, তাও আবার আম্পায়ার আউট দেওয়ার আগেই, এর পর তাদের ফেয়ার প্লে-র পুরস্কার পাওয়ার দাবি তুলতেই পারে।
মঙ্গলবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএল-এর কোয়ালিফায়ার ওয়ানের ম্যাচে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) যশস্বী দ্বিতীয় ওভারের শেষ বলে ঋদ্ধির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। বল করছিলেন যশ দয়াল (Yash Dayal)। তখন দলের রান ১১। আর যশস্বী করেছিলেন ৮ বলে ৩ রান। দয়ালের বলে মূলত খোঁচা মেরে আউট হন যশস্বী।
তবে বল আদৌ ব্যাটে লেগেছিল কিনা, তা নিয়ে দ্বিধায় ছিলেন আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড। এত সামান্য শব্দ হয়েছিল যে স্টাম্প মাইকে ধরা পড়লেও আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড সেটা বুধতে পারেননি। তাই আউটের জন্য আবেদন করা হলেও প্রথমে অক্সেনফোর্ড মাথা নেড়ে না করে দেন। গুজরাত যখন রিভিউ নেওয়ার কথা ভাবছে, ঠিক সেই সময় সকলকে অবাক করে যশস্বী ক্রিজ ছেড়ে সাজঘরের দিকে হাঁটা লাগান। ব্যাটারকে চলে যেতে দেখে হতবাক হন অক্সেনফোর্ড। বাধ্য হয়েই আঙুল তোলেন আম্পায়ার।
আরও পড়ুন: IPL 2022: অধিনায়ক Hardik-এর জন্য Gujarat Titans সমৃদ্ধ হয়েছে, জানিয়ে দিলেন Ravi Shastri
আরও পড়ুন: Sanju Samson, IPL Qualifier 1, GT vs RR: ইডেনে লজ্জার রেকর্ড করে ফেললেন রাজস্থান অধিনায়ক!
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)