নিজস্ব প্রতিবেদন: আসন্ন আইপিএল (IPL 2022) টাইটেল স্পনসরশিপে আসছে বড় বদল। চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো (VIVO) বদলে এসেছ টাটা গ্রুপ  (Tata Group)। ভিভোর সঙ্গে আইপিএল-র আরও কিছুদিন স্পনসরশিপের চুক্তি ছিল। বাকি সময়ের জন্য টাটাই টাইটেল স্পনসরশিপের দায়িত্বে থাকছে। ভিভো BCCI-কে অনুরোধ জানায়, তারা আর আইপিএল-এর টাইটেল স্পনসর হিসাবে থাকতে চায় না। তারপরই ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) তাদের অনুরোধ বিচার করে টাটাকে দায়িত্ব তুলে দেয়। এর ফলে টুর্নামেন্টের নতুন নাম হয়েছে 'টাটা ইন্ডিয়ান প্রিমিয়র লিগ'! বেড়েছে আয়ের পরিমাণ। শোনা যাচ্ছে টাটা গ্রুপ বিসিসিআই-কে ৬৭০ কোটি টাকা দিয়েছে।                                     


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০২০ সালের জুনে লাদাখ সীমান্তে চিনা সেনার হাতে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। এরপরেই দেশ জুড়ে চিনা দ্রব্য বয়কটের দাবি উঠেছিল। টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার। চিনের বিরোধিতায় দেশ জুড়ে সেই দেশের দ্রব্য বয়কটের ডাক দেওয়া হয়েছিল। রীতিমতো চাপে পড়ে ভিভো আইপিএল-এর প্রধান স্পনসর হিসেবে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। এক বছরের জন্য ভিভোর জায়গায় স্পনসর হয়েছিল ড্রিম ইলেভেন (Dream 11)। ২০১৮-২০২২ পর্যন্ত আইপিএল-এর সঙ্গে ভিভোর ২২০০ কোটি টাকার চুক্তি হয়েছিল। ২৬ মার্চ থেকে শুরু হবে আইএপিল-এর পঞ্চদশ সংস্করণ। আর আট দল নয়, ১৫তম সংস্করণ ফের দেখবে ১০ দলের লড়াই। সঞ্জীব গোয়েঙ্কার RPSG গ্রুপ ও বিদেশি কোম্পানি সিভিসি ক্যাপিটাল যুক্ত হয়েছে এ বার। RPSG লখনউ ও CVC ক্যাপিটাল আহমেদাবাদ শহরের ফ্র্যাঞ্চাইজি নিয়েছে। তবে এ বারই প্রথম নয় বিভিন্ন সময়ে বদলে গিয়েছে আইপিএল-এর স্পনসর। যতদিন গিয়েছে এই প্রতিযোগিতার আকর্ষণ বাড়ার পাশাপাশি টাকার পরিমান বেড়েছে স্পনসরশিপের। দেখা যাক কোন মরসুম থেকে কোন কোন কী কী স্পনসর ছিল কোটিপতি এই লিগে।  


আরও পড়ুন: IPL 2022, KKRvsCSK: CSK-এর বিরুদ্ধে প্রতিশোধের ম্যাচ? মুখ খুললেন KKR-এর কোচ Brendon McCullum


আরও পড়ুন: IPL 2022, KKRvsCSK : সম্ভবত তিন স্পিনার, ছবিতে দেখুন কেমন হতে পারে Kolkata Knight Riders-এর প্রথম একাদশ


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)