নিজস্ব প্রতিবেদন: মাথা ঘুরিয়ে দেওয়া ১৫ কোটি ২৫ লাখের বিশাল অঙ্ক নয়, বরং এই মুহূর্তে জাতীয় দলে জায়গা পাকা করে নেওয়াই তাঁর প্রধান লক্ষ্য। সেটা জানিয়ে দিলেন ইশান কিষান। কয়েকদিন আগে আইপিএল-এর মেগা নিলামে সর্বোচ্চ ১৫ কোটি ২৫ লাখ টাকার বিনিময়ে তাঁকে দলে ফিরিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে তাঁর লক্ষ্য শুধুই টিম ইন্ডিয়া। জানালেন এই তরুণ বাঁহাতি ব্যাটার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একদিনের পর টি-টোয়েন্টি সিরিজ, অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করার সুযোগ পেয়েছেন ইশান। তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে ইশান বলেন, “আইপিএল বড় মঞ্চ। মুম্বইইয়ের মতো দলে জায়গা করে নেওয়ার জন্য অবশ্যই গর্বিত। তবে নিলাম নিয়ে যা হওয়ার হয়ে গিয়েছে। সেই নিলামের পরেই রাহুল স্যরের সঙ্গে আলোচনা করেছিলাম। উনি মাথাঠাণ্ডা রেখে এগিয়ে যেতে বলেছেন। আমি সেই কথা মেনেই এগিয়ে যাচ্ছি। তাই আমার লক্ষ্য জাতীয় দলে জায়গা পাকা করে নেওয়া।“


ছোটবেলা থেকে এই ইডেন গার্ডেন্সে খেলেছেন। তাই মাঠ তাঁর হাতের তালুর মতো চেনা। এর মধ্যে আবার ওপেন করার সুযোগ পেয়েছেন ‘পকেট ডিনামাইট’। এই সুযোগকে কাজে লাগাতে চাইছেন তিনি।


আরও পড়ুন: IPL 2022: প্রত্যাশামতোই KKR-এর নতুন নেতা Shreyas Iyer


আরও পড়ুন: INDvsWI: শঙ্খ বাজিয়ে, পতাকা নাড়িয়ে ইডেনের একমাত্র সমর্থক Sachin প্রিয় Sudhir Gautam


ইশান যোগ করলেন, “জাতীয় দলের হয়ে ওপেন করতে পারছি এটা আমার কাছে খুবই বড় সুযোগ। টিম ম্যানেজমেন্ট যে ভাবে চাইবে সেই ভাবে নিজেকে তুলে ধরব। এই মাঠ বড় হলেও এখানে অনেক বছর ধরে খেলেছি। তাই ছয় মারতে কোনও অসুবিধা নেই। কারণ কোচ ও অধিনায়ক আমার পাশে রয়েছেন।“


ইশানকে নিয়ে যে আইপিএল-এর মেগা নিলামে দড়ি টানাটানি হবে, সে কথা জানাই ছিল। হলও সেটা। তাঁকে নিয়ে দীর্ঘ লড়াই চলে মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটানস, পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে। কিন্তু ঘরের ছেলেকে ঘরে ফেরাতে মুম্বইকে খরচ করতে হল ১৫ কোটি ২৫ লক্ষ টাকা।


২ কোটি টাকার বেস প্রাইস ছিল ইশানের জন্য। তার পর সেই অঙ্ক ১৫ কোটি ছাড়িয়ে যায়। যুবরাজ সিং-এর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে নিলামে এত বেশি দাম উঠল ইশানের জন্য। ২০১৫ সালে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমান নাম দিল্লি ক্যাপিটাসল) ১৬ কোটি দিয়ে কিনেছিল যুবিকে। তার পর আইপিএল নিলামে ১৫.২৫ কোটিতে কোনও ভারতীয় প্লেয়ারকে কেনা হল।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App