IPL 2022: মেগা নিলামের আগে চেন্নাইতে হাজির ‘থালা’ Mahendra Singh Dhoni
নিলাম টেবিলে থাকতে পারেন ‘ক্যাপ্টেন কুল’।
নিজস্ব প্রতিবেদন: আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি আসন্ন আইপিএল-এর (IPL 2022) মেগা নিলাম। এর আগেই চেন্নাইতে পা রাখলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। বিমান বন্দরে তাঁর আগমনের সেই ছবি টুইটারে পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।
সিএসকে শিবির সুত্রের খবর ‘ক্যাপ্টেন কুল’ নাকি এ বার নিলামের টেবিলে উপস্থিত থাকতে পারেন। নির্বাসনের জন্য দুই বছর চেন্নাই মাঠে দল নামাতে পারেই। এছাড়া সেই ২০০৮ সালের প্রথম আইপিএল থেকে এখনও পর্যন্ত হলুদ আর্মি-র এক ও অভিন্ন হৃদয় হলেন দলের ‘থালা’। তাঁর নেতৃত্বে চারবার ট্রফি জিতেছে দল। তাই তিনি যদি এ বার নিলাম মঞ্চে উপস্থিত থাকেন তাহলে সেটা অন্য মাত্রা যোগ করবে।
আরও পড়ুন: Deepak Hooda: অন্ধকার, অনিশ্চয়তা কাটিয়ে জ্বলে উঠলেন বিতর্কিত অলরাউন্ডার দীপক
আরও পড়ুন: Sourav Ganguly: ‘প্রিন্স অফ ক্যালকাটা’র ১০টি অনন্য মহারাজকীয় নজির
মেগা নিলামে বসার আগে ইতিমধ্যেই চারজন ক্রিকেটারকে ধরে রেখেছে চেন্নাই। ধোনি ছাড়াও রিটেন করা ক্রিকেটাররা হলেন রবীন্দ্র জাদেজা,রুতুরাজ গায়কোয়াড় ও মইন আলী। এর মধ্যে সর্বাধিক ১৬ কোটি টাকা দিয়ে জাড্ডুকে দলে রেখেছে সিএসকে। সম্ভবত তিনিই এ বার অধিনায়কত্ব করতে পারেন। ধোনির ঝুলিতে এসেছে ১২ কোটি টাকা। ইংল্যান্ডের অলরাউন্ডার মইন পেয়ছেন আট কোটি টাকা। রুতুরাজকে ছয় কোটি টাকার বিনিময়ে রেখে দিয়েছে দল।