নিজস্ব প্রতিবেদন: ১২-১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আয়োজিত হবে মেগা আইপিএল-এর নিলাম। নিলাম পর্বের আগে দল গুছিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকদিন আগেই চেন্নাই পৌঁছে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে শুধু দল গঠন নয়, হলুদ বাহিনীর 'থালা' নিজেও নেটে ব্যাটিং চর্চা সেরে নিচ্ছেন। সেই পুরনো 'মাহি মার রাহা হ্যায়' মেজাজে দেখা যাচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়ককে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ভাইরাল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত দুই মরশুম ক্রোড়পতি লিগে বড় রান পাননি। এমনকি আগের মতো 'ফিনিশার' ধোনিকেও দেখা যাচ্ছে না। তবুও তাঁর চাহিদা এতটুকু কমেনি। সেটা মাহির উপস্থিতি দেখলেই বোঝা যায়। তিনি বরাবর সেরা পারফরম্যান্স করায় বিশ্বাসী। এর মধ্যে আবার দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে আছেন। তাই নেটে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন সিএসকে অধিনায়ক। 


আরও পড়ুন: INDvsWI: বড় মন্তব্য করে অধিনায়ক Rohit Sharma-র নজর কাড়লেন Suryakumar


আরও পড়ুন: INDvsWI: কোভিডকে হারিয়ে অনুশীলনে Shikhar Dhawan, Shreyas Iyer, চাপমুক্ত Rohit Sharma



সবার নজর এখন আইপিএল-এর মেগা নিলামের দিকে। কেমনভাবে দল গুছিয়ে নেওয়া হবে, সেই অঙ্ক কষতে ব্যস্ত সব ফ্র্যাঞ্চাইজিরা। স্বাভাবিকভাবেই দলগুলির কোচ-অধিনায়করাও চূড়ান্ত ব্যস্ত নিলাম নিয়ে। এমন অবস্থায় ধোনি নেটে ব্যাটিং ঝালিয়ে নিলেন। 


নিলাম থেকে সর্বোচ্চ ২১ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে চেন্নাই। ৭ জনের বেশি বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে না ধোনির দল। সুতরাং,সর্বোচ্চ ১৪ জন ভারতীয় ক্রিকেটারকে নিলাম থেকে কিনতে পারবে সিএসকে। তাদের হাতে রয়েছে ৪৮ কোটি টাকা। ইতিমধ্যেই ধোনি ছাড়া রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড ও মইন আলিকে দলে রেখে দিয়েছে সিএসকে। 


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App