নিজস্ব প্রতিবেদন: হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে আইপিএলের (IPL 2022) অভিষেককারী দল গুজরাত টাইটান্স ওরফে জিটি (Gujarat Titans, GT) দুরন্ত পারফর্ম করছে এই মরশুমে। জিটি ব্যাক-টু-ব্যাক দুই ম্যাচে জিতেছে। লখনউ সুপার জায়েন্টসকে (Lucknow Super Giants, LSG) হারিয়ে আইপিএল অভিযান শুরু করা আহমেদাবাদের ফ্র্যাঞ্চাইজি দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসকেও (Delhi Capitals, DC) হারিয়ে দিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিল্লি ম্যাচে শুভমান গিল ৪৬ বলে ৮৪ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। পঞ্জাবের বছর বাইশের ব্যাটারে মজেছেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। ভারতীয় দলের প্রাক্তন হেড স্যার ও বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মনে করছেন গিল শুধু ভারতেরই নন, বিশ্বের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার এই মুহূর্তে।


আইপিএলে সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে শাস্ত্রী বলেন, " গিল নিখাদ প্রতিভা। ও দেশের এবং বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা প্রতিভাবান খেলোয়াড়। ও একবার রান করতে শুরু করলে, ও চলতেই থাকে। ওর ক্রিকেট দেখলে মনে হয় অত্যন্ত সহজে খেলছে। ওর পাঞ্চ এবং পাওয়ার রয়েছে। সহজেই বল মাঠের বাইরে পার করতে পারে। ও টি-২০ ফরম্যাটের জন্যই তৈরি হয়েছে। ওর শট নির্বাচন ও স্ট্রাইক রোটেশন ওর হয়ে কথা বলে। দিল্লির বিরুদ্ধে খুব কম ডট বল খেলেই চাপটা নিজের ওপর থেকে সরিয়ে নিয়েছে। ও খারাপ বলেও ভাল শট নিতে পারে। গিলের শর্ট বলে খেলাও খুবই ভাল। এরকম ভাবে খেলে গেলে ও আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে।" 


গুজরাতের জার্সিতে গিল প্রথম ম্যাচে খালি হাতে ডাগআউটে ফিরেছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন তিনি। কেকেআর শুভমনকে রিটেইন করেনি। গুজরাত ড্রাফটে তাঁকে ৮ কোটি টাকায় দলে নিয়েছে এই মরশুমে। গিলের ব্যাটের দিকে তাকিয়ে তাঁর টিম।


আরও পড়ুন: IPL 2022: বাবাকে স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়লেন Rishabh Pant


আরও পড়ুনJos Buttler-কে ওপেনিংয়ের প্রস্তাব Yuzvendra Chahal-এর! কী বললেন ইংরেজ ব্য়াটার?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)