IPL 2022: পূর্ণ গ্যালারির সামনে Eden Gardens-এ জোড়া প্লে-অফ, জানালেন Sourav Ganguly
জোড়া ম্যাচ পেল ইডেন গার্ডেন্স।
নিজস্ব প্রতিবেদন: আগেই জানা গিয়েছিল যে, চলতি আইপিএল-এর (IPL 2022) একাধিক প্লে-অফের ম্যাচ আয়োজন করতে চলেছে ইডেন গার্ডেন্স (Eden Gardens)। এখন জানা যাচ্ছে যে, ক্রিকেটের নন্দন কাননে আয়োজিত হতে পারে আইপিএল-এর (IPL 2022) একটি কোয়ালিফায়ার ও একটি এলিমিনেটর ম্যাচ। আগামী ২৪ ও ২৬ মে সেই ম্য়াচগুলি আয়োজিত হবে। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ২৩ এপ্রিল বিসিসিআই-এর (BCCI) অ্যাপেক্স কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হল।
সংবাদমাধ্যমকে সৌরভ বলেন, "লখনউয়ের মাঠে ২৪-২৮ মে মেয়েদের চ্যালেঞ্জার সিরিজ হবে। একানা স্টেডিয়ামে হবে সেই ম্যাচগুলি। আইপিএলের নক আউট পর্ব হবে কলকাতা এবং লখনউয়ে। ২২ মে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হওয়ার পর সেই সব ম্যাচে ১০০ শতাংশ দর্শক থাকবে।"
প্রথম প্লে-অফ ম্যাচ হবে ২৪ মে। সৌরভের শহরে সেই ম্যাচ হওয়ার পর ২৬ মে সেই মাঠেই হবে এলিমিনেটর। পরের দিন আহমেদাবাদে হবে দ্বিতীয় প্লে-অফ। ২৯ মে ফাইনাল হবে জয় শাহের শহরে। প্রতিটা ম্যাচেই ১০০ শতাংশ দর্শক থাকবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ।
আরও পড়ুন: Virat Kohli, IPL 2022: পঞ্চমবার 'গোল্ডেন ডাক'! 'বিরাট' লজ্জার রেকর্ড গড়লেন কোহলি!