IPL 2023 Auction: কোচিতে `ফ্রাইডে ব্লকবাস্টার`! জানুন নিলাম যুদ্ধের সব হালহকিকত
IPL 2023 Auction: আইপিএলের নিলামে এবার ধুন্ধুমার লড়াই। ১০ দল মাঠে নামবে দল গুছিয়ে নেওয়ার জন্য। ২৭৩ জন ভারতীয় ও ১৩২ জন বিদেশি ক্রিকেটার উঠবেন নিলামে। তাঁদের দিকেই থাকবে চোখ। এবার দেখে নিন নিলাম যুদ্ধের সব হালহকিকত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএলের (IPL 2023) ঢাকে কাঠি কিন্তু পড়ে গেল। আগামিকাল অর্থাৎ শুক্রবার কোচিতে 'ফ্রাইডে ব্লকবাস্টার'। ১০ ফ্র্যাঞ্চাইজি প্রস্তুত ক্রোড়পতি লিগের ১৬তম সংস্করণের জন্য। দল গুছিয়ে নেওয়ার এক সুবর্ণ সুযোগ দলগুলির কাছে। গত মাসেই দলগুলিকে 'রিটেনশন লিস্ট' (IPL 2023 Retention) জমা দিয়েছে বিসিসিআই-কে (BCCI)। অর্থাৎ কাকে রাখা হয়েছে এবং কাকে ছেড়ে দেওয়া হয়েছে, তা জানিয়েই দেওয়া হয়েছে। এবার কোচি কাঁপাবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals), পঞ্জাব কিংস (Punjab Kings), কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians), রাজস্থান রয়্যালস (Rajasthan Royals), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore), সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad), লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও গুজরাত টাইটান্স (Gujrat Titans)।
প্রথমে ৯৯১ জন প্লেয়ার ছিলেন নিলামের পুলে। সেখান থেকে বেছে নেওয়া হয়েছে ৪০৫ জনকে। এর মধ্যে ২৭৩ জন ভারতীয় ও ১৩২ জন বিদেশি। ভিন দেশিদের মধ্যে চার ক্রিকেটার রয়েছে অ্যাসোসিয়েট দেশেরও। ১১৯ ক্রিকেটার ক্যাপড, ২৯৬ জন আনক্যাপড (যাঁরা দেশের হয়ে কখনও খেলেননি)। আইপিএল ২০২৩-এ আল্লাহ মহম্মদ ঘজনফর সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হতে চলেছেন। ১৫ বছরের আফগাান স্পিনারের দিকে সকলের চোখ। নিলামে কিন্তু রয়েছে অমিত মিশ্রের নামও। ৪০ বছরের স্পিনারের নাম আইপিএল ইতিহাসে জুড়ে গিয়েছে। একমাত্র বোলার যাঁর তিনটি হ্যাটট্রিক রয়েছে। খেলেছেন তিনটি ভিন্ন দলের হয়ে। ১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ১৭৪.৩ কোটি টাকা খরচ করতে পারবে নিলামে। হায়দরাবাদের হাতে রয়েছে সব চেয়ে বেশি অর্থ। ৪২. ২৫ কোটি টাকা আছে তাদের পার্সে। সব চেয়ে কম বাজেট রয়েছে কলকাতার। ৭.০৫ কোটি টাকা খরচ করতে পারবে কেকেআর। দেখা যাক কলকাতার দল মাথা খাটিয়ে এই টাকায় কোন কোন প্লেয়ারকে টিমে নিতে পারে!