নিজস্ব প্রতিবেদন: অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে উপস্থিত। আইপিএল ইতিহাসের দীর্ঘতম মরসুমের অবশেষে সমাপ্তি। করোনা আবহে প্রায় ৭ মাস ধরে চলল এবারের আইপিএল। শুক্রবার রাতে দুবাইয়ে আইপিএল ফাইনালে মুখোমুখি এম এস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও অইন মর্গ্য়ানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এবার দেখে নিন টিভি এবং অনলাইনে কখন আর কোথায় কীভাবে দেখবেন ম্যাচ?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কবে সিএসকে বনাম কেকেআরের ( CSK vs KKR) আইপিএল ২০২১ ফাইনাল (IPL 2021 Final) অনুষ্ঠিত হবে?
শুক্রবার অর্থাৎ আজ (১৫ অক্টোবর) সিএসকে বনাম কেকেআরের ( CSK vs KKR) আইপিএল ২০২১ ফাইনাল (IPL 2021 Final) অনুষ্ঠিত হবে।


আরও পড়ুন:IPL 2021 Final: ফাইনালের মহারণে যে ৫ যোদ্ধার দিকে থাকবে চোখ


কোথায় সিএসকে বনাম কেকেআরের ( CSK vs KKR) আইপিএল ২০২১ ফাইনাল (IPL 2021 Final) অনুষ্ঠিত হবে?
সিএসকে বনাম কেকেআরের ( CSK vs KKR) আইপিএল ২০২১ ফাইনাল (IPL 2021 Final) অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।


কখন সিএসকে বনাম কেকেআরের ( CSK vs KKR) আইপিএল ২০২১ ফাইনাল (IPL 2021 Final) অনুষ্ঠিত হবে?
ভারতীয় সময়ে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু সিএসকে বনাম কেকেআরের ( CSK vs KKR) আইপিএল ২০২১ ফাইনাল।


আরও পড়ুন: IPL 2021 Final: নেটে উড়ল 'হেলিকপ্টার'! মহাযুদ্ধের আগে 'ব্রহ্মাস্ত্র'-এ শান ধোনির


টিভি-তে কোন কোন চ্যানেলে সিএসকে বনাম কেকেআরের ( CSK vs KKR) আইপিএল ২০২১ ফাইনাল (IPL 2021 Final) দেখা যাবে?
টিভি-তে সিএসকে বনাম কেকেআরের ( CSK vs KKR) আইপিএল ২০২১ ফাইনাল (IPL 2021 Final) দেখা যাবে স্টার স্পোর্টস ওয়ান (Star Sports 1) ও স্টার স্পোর্টস টু-তে (Star Sports 2)


অনলাইনে কোথায় সিএসকে বনাম কেকেআরের ( CSK vs KKR) আইপিএল ২০২১ ফাইনাল (IPL 2021 Final) দেখা যাবে?
অনলাইনে সিএসকে বনাম কেকেআরের ( CSK vs KKR) আইপিএল ২০২১ ফাইনাল (IPL 2021 Final) দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার ভিআইপি-তে (Disney+Hotstar VIP)


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)