IPL-এর আগে CPL ফাইনালে কিং খানের নাইটরা
ফাইনালে নাইটদের মুখোমুখি সেন্ট লুসিয়া জুকস।
নিজস্ব প্রতিবেদন: আইপিএল শুরুর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দুরন্ত ছন্দে কিং খানের নাইটরা। টানা ১১ ম্যাচে জয়। সেমি ফাইনালে জামাইকা তালাওয়াসকে কার্যত উড়িয়ে দিয়ে সিপিএল-এর ফাইনালে পৌঁছে গিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। পাঁচ ওভার বাকি থাকতেই ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন নাইট রাইডার্স। ফাইনালে নাইটদের মুখোমুখি সেন্ট লুসিয়া জুকস।
মঙ্গলবার প্রথম সেমি ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ত্রিনবাগো নাইট রাইডার্সের অধিনায়ক কায়রন পোলার্ড। নির্ধারিত ২০ ওভারে জামাইকা তালাওয়াসকে ১০৭ রানের বেশি তুলতে দেননি নাইট বোলাররা। ভয়ঙ্কর রাসেল মাত্র ২ রান করে সাজঘরে ফিরে যান। জামাইকার হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন বোনের। নাইটদের হয়ে তিনটি উইকেট নিয়েছেন আকেয়াল হুসেন। দুটি উইকেট নিয়েছেন পিয়েরে। একটি করে উইকেট সুনীল নারিন ও ফাওয়াদ আহমেদের। ১০৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে সুনীল নারিন দ্রুত সাজঘরে ফিরে গেলেও লেন্ডল সিমন্স এবং ওয়েবস্টেরের ৯৭ রানে অপরাজিত পার্টনারশিপ ত্রিনবাগো নাইট রাইডার্সকে ফাইনালে তুলে নিয়ে যায়। ৫৪ রানে অপরাজিত থাকেন সিমন্স।
অন্যদিকে দ্বিতীয় সেমি ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে চলে গেল সেন্ট লুসিয়া জুকস। প্রথমে ব্যাট করে মাত্র ১৩.৪ ওভারে ৫৫রানে অলআউট হয়ে যায় গায়ানা অ্যামাজন । সর্বোচ্চ রান করেন সিমরান হেটমায়ার(২৫)। ফাইনালে যাওয়ার জন্য ৫৬ রানের টার্গেট তাড়া করতে নেমে কোনও উইকেট না হারিয়ে মাত্র ৪.৩ ওভারে ম্যাচ জিতে নেয় জুকস।
আরও পড়ুন - IPL 2020: প্রস্তুতি খতিয়ে দেখতে দশ দিন আগেই মরু শহরে উড়ে গেলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি