ব্যুরো: শ্রীসন্থের ফের বাইশ গজের নামার স্বপ্নে জল ঢেলে দিল বিসিসিআই। শ্রীসন্থকে বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে তাঁর নির্বাসন তুলে নেওয়া যাবে না। স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত শ্রীসন্থকে আজীবন নির্বাসিত করেছিল বোর্ড। নির্বাসনের বিরুদ্ধে কেরালার একটি আদালতে মামলা করেছিল শ্রীসন্থ। কেরালার আদালত শ্রীসন্থের পক্ষে রায় দিলে বোর্ডের কাছে নির্বাসন তুলে নেওয়ার আবেদন জানিয়েছিলেন। কিন্তু বোর্ড শ্রীসন্থের আবেদন নাকচ করে দেয়। ক্রিকেটে দুর্নীতি কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলে শ্রীসন্থের নির্বাসন বহাল থাকছে বলে জানিয়েছে বোর্ডের প্রশাসক কমিটি। (পাকিস্তানের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল থেকে বাদ স্যামুয়েলস, ব্রাভো)