জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) আইপিএল সিক্সটিনের প্রথম ম্যাচেই হেরে গেল লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে। কেএল রাহুলের (KL Rahul) এলএসজি ৫০ রানে ডেভিড ওয়ার্নারের (David Warner) টিমকে হারিয়ে দিল। দিল্লি ম্যাচ হেরেও হৃদয় জিতে নিল। সকলেই জানেন যে, চলতি আইপিএলে দিল্লির নিয়মিত অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) খেলছেন না। ভয়ংকর গাড়ি দুর্ঘটনায় বরাত জোরে বেঁচে গিয়েছেন ঋষভ। এখন ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। তবে ঋষভের ফ্র্যাঞ্চাইজি বুঝিয়ে দিল যে, তারা ঋষভকে নিয়েই চলবেন। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়াম (Ekana Sports City) সাক্ষী থাকল অসাধারণ এক দৃশ্যের। দিল্লি ডাগআউটের ছাউনিতে ঝুলিয়ে রেখেছিল ঋষভের নামাঙ্কিত জার্সি। অধিনায়কের প্রতি দিল্লির এই শ্রদ্ধাজ্ঞাপন দেখে নেটিজেনরা কুর্নিশ জানাচ্ছেন ফ্র্যাঞ্চাইজিকে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনLSG vs DC, IPL 2023: কাইল মায়ের্সের ব্যাট-মার্ক উডের আগুনে পেসে দিল্লিকে ৫০ রানে উড়িয়ে দিল লখনউ


দিল্লি ক্যাপিটালসের হেডকোচ রিকি পন্টিং সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন যে, তাঁর প্রিয় শিষ্যকে কীভাবে ভালোবাসায় ভরিয়ে দেবে ফ্র্যাঞ্চাইজি। কিংবদন্তি রিকি বলেছিলেন, 'দেখুন আমার ভীষণ ভালোলাগবে, ও যদি প্রতি ম্যাচে ডাগআউটে আমার পাশে বসে। কিন্তু সেটা তো আর বাস্তবে সম্ভব নয়। তবে যেভাবে পারব ওকে আমাদের দলের অংশ বানিয়ে নেব। আমরা ওর জার্সির নম্বর আমাদের জার্সি বা টুপিতে ব্যবহার করতে পারি। এটা বুঝিয়ে দিতে চাই যে, ও আমাদের সঙ্গে না থাকলেও, ঋষভই আমাদের নেতা।' ঘরের মাঠে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপেও ঋষভ খেলবেন কি না, তা নিয়ে রয়েছে ঘোর সংশয়। তবে সকলেই চান দ্রুত মাঠে ফিরুক ঋষভ পন্থ। তবে তিনি যখনই মাঠে ফিরে আসুন, উইকেটের পিছনে হাতে জোড়া গ্লাভস যখনই আওয়াজ তুলুক, সবার আগে তিনি সুস্থ হয়ে উঠুন। এটাই সকলের প্রত্যাশা। ঋষভও তাঁর পরিবারের লোকজন এখন সেই শুভ দিনের অপেক্ষায় রয়েছেন। ঋষভ আপাতত রয়েছেন বাড়িতে। হরভজন সিং, সুরেশ রায়না ও শ্রীসন্থের মতো ক্রিকেটাররা তাঁকে বাড়িতে গিয়ে দেখেও এসেছে।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)