জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার আইপিএল-এর (IPL 2023) সঙ্গে মিলে যাবে ফুটবল। হ্যাঁ ঠিকই পড়ছেন। আগামী ২০ মে ইডেনে গার্ডেন্সে (Eden Gardens) বাইশ গজের যুদ্ধে নামবে লখনউ সুপার জায়ান্ট (Lucknow Super Giants)। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সেই ম্যাচে ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya)-কুইন্টন ডি ককরা (Quinton de Kock) দলের পরিচিত জার্সি নয়। বরং মোহনবাগানের (Mohun Bagan) চিরাচরিত সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে নাইটদের বিরুদ্ধে খেলবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ছেলেরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আসলে এই ব্যাপারটা মাথায় এসেছে লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার। তিনি আবার মোহনবাগান ফুটবল ক্লাবের চেয়ারম‌্যানও। আইএসএল জেতার রাতেই তিনি সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে মোহনবাগানের আগে থেকে এটিকে শব্দ সরিয়ে দিয়েছিলেন। আর তাঁর এবারের 'মাস্টারস্ট্রোক' যে ইডেন জনতার মধ‌্যেও উদ্বেল আবেগ সৃষ্টি করবে, তা বলাই বাহুল‌্য।


আরও পড়ুন: Sachin Tendulkar: আইপিএল-এর মাঝপথে কেন থানায় গেলেন 'গড অফ ক্রিকেট'? জানতে পড়ুন


আরও পড়ুন: Virat Kohli: ৩৪ মাস ১০২০ দিন পর শতরান করে কার সামনে কেঁদে ফেলেছিলেন বিরাট? নাম জানলে চমকে উঠবেন


চলতি আইপিএল-এ নাইটদের প্লে অফে যাওয়ার অঙ্ক বেশ কঠিন। তবে লখনউয়ের এখনও নক আউটের যাওয়ার এখনও সম্ভাবনা আছে। এমনিতেই কেকেআর বনাম লখনউ ম‌্যাচের একটা স্বতন্ত্র মাহাত্ম‌্য রয়েছে। কারণ লখনউ মেন্টরের নাম গৌতম গম্ভীর। সেই গম্ভীর, যিনি কিনা অধিনায়ক হিসেবে দু’টো আইপিএল ট্রফি দিয়েছিলেন কেকেআরকে। কিন্তু পরবর্তী সময় নাইট সংসার ছেড়ে চলে যায় গম্ভীর। তবে লখনউতে যোগ দেওয়ার পর সঞ্জীব গোয়েঙ্কার দল সাফল‌্যও পেয়েছে।


ধারে-ভারে কেকেআর-এর থেকে এগিয়ে লখনউ। এরপর ইডেনে সবুজ-মেরুন জার্সিতে লখনউ দল নামালে নামিয়ে জনসমর্থনের দিক থেকেও নাইটদের অনেকটা হারিয়ে দেবে গম্ভীরের দল। আর সেটাই চাইছেন সঞ্জীব গোয়েঙ্কা। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)