Virat Kohli: ৩৪ মাস ১০২০ দিন পর শতরান করে কার সামনে কেঁদে ফেলেছিলেন বিরাট? নাম জানলে চমকে উঠবেন

১৯৮৯ সালের ১৫ নভেম্বর থেকে ২০১৩ সালের ১৪ নভেম্বর, দীর্ঘ ২৪ বছর ধরে ক্রিকেট দুনিয়াকে তিনি শাসন করেছেন। আর একজন আধুনিক ক্রিকেটে বিপক্ষ বোলারদের সংহারক। প্রথমজন এক ও অদ্বিতীয় সচিন তেন্ডুলকর। আর একজন বিরাট কোহলি।

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: May 13, 2023, 12:07 PM IST
Virat Kohli: ৩৪ মাস ১০২০ দিন পর শতরান করে কার সামনে কেঁদে ফেলেছিলেন বিরাট? নাম জানলে চমকে উঠবেন
সেই শতরানের পর গলার রিং-য়ে চুমু খেয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন বিরাট কোহলি। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি রান পাচ্ছিলেন। তবে কাঙ্খিত শতরান আসছিল না। সেইজন্য অনেক কটাক্ষ হজম করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। একে তো তাঁর কাছে তিন অংকের রান অধরা ছিল, এরমধ্যে হারিয়েছিলেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়কত্ব। এমন কোণঠাসা অবস্থায় তাঁকে স্বস্তি দিয়েছিল এশিয়া কাপে (Asia Cup 2022) আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে শতরান। সেটাই ছিল তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ৭১তম শতরান। সেই ম্যাচে ৬১ বলে ১২২ রানে অপরাজিত ছিলেন 'কিং কোহলি' (King Kohli)। মহাকাব্যিক ইনিংসে মেরেছিলেন ৬টি ছক্কা ও ১২টি চার। ফলে ভারতীয় দল ১০১ রানে জয় পেয়েছিল। কিন্তু সেই ম্যাচে শতরান করে বিরাট যেমন মন খুলে হেসেছিলেন, ঠিক তেমনই বিশেষ একজনের কাছে কেঁদে ফেলেছিলেন। এতদিন পর সেই কাছের মানুষের নাম সামনে আনলেন আধুনিক ক্রিকেটের মহাতারকা। 

আসলে সেই 'মনের মানুষ' হলেন স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। চলতি আইপিএল-এ (IPL 2023) একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সেই কঠিন সময়ের প্রসঙ্গ উঠে এসেছিল। তখন বিরাট আবেগপ্রবণ হয়ে বলেন, "যে বলে শতরানে পৌঁছে ছিলাম, তার আগেই বিষয়টা আমার মাথায় এসেছিল। তখন মনে হয়েছিল, আমি তো ৯৪ রান করে ফেলেছি। সম্ভবত শতরানটা পেয়ে যাব। পরের বলে ছয় মেরেছিলাম। শতরান পূর্ণ হওয়ার পর খুব হেসেছিলাম। সেটা দেখে কারও হয়তো মনে হয়েছিল, ওই শতরানটার জন্য দু’বছর খুব কান্নাকাটি করেছি।" 

আরও পড়ুন: Virat Kohli and Sachin Tendulkar: 'আইডল' সচিনের রেকর্ড ভাঙলে কেমন অনুভূতি হবে? অকপটে জানিয়ে দিলেন বিরাট

আরও পড়ুন: Nitish Rana, IPL 2023: 'বোলার' নীতীশ রানার জন্যই লজ্জার হার, মেনে নিলেন ভেঙ্কটেশ আইয়ার

সেই শতরানের রেশ তাঁর মধ্যে বেশিক্ষণ ছিল না। সেটাও অকপটে জানিয়েছেন বিরাট। তিনি যোগ করেন, "মাত্র ২ সেকেন্ডের জন্য আমার মুখে হাসি ছিল। এরপর খুশিটা শেষ হয়ে যায়। পরের দিন আবার সূর্য উঠেছিল। ব্যাপারটা এমন ছিল না যে, ওটাই আমার শেষ শতরান। বাকি জীবন সেটা নিয়েই কাটাতে হবে। যাই হোক গোটা বিষয়টা আমার কাছে খুব মজার ছিল। তবে পরে  অনুষ্কার সঙ্গে কথা বলতে গিয়ে আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি। কেঁদে  ফেলেছিলাম। জলে ভিজে ছিল চোখ।" 

চলতি আইপিএল-এ দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট। জাতীয় দলেও এই ফর্মেই তাঁকে দেখতে চায় অগণিত অনুরাগী। বিরাটের আশা, তাঁর ঝুলিতে আরও শতরান আসবে। আর তাই খুব স্বাভাবিকভাবেই সচিন তেন্ডুলকরের অনন্য মাইলস্টোন ভাঙতে চান তিনি। 

একদিনের ক্রিকেটে 'গড অফ ক্রিকেট'-এর ৪৯ শতরানের কাছাকাছি কেউ আসতে পারবেন, এটা একসময় সেটা ছিল অকল্পনীয় ঘটনা। কিন্তু বিরাট নিজের মেজাজে দুরন্ত পারফরম্যান্স তাঁর 'আইডল'-কে ছুঁয়ে ফেলার অপেক্ষায় রয়েছেন। এই মুহূর্তে ২৭৪টি এক দিনের ম্যাচে ৪৬টি শতরান রয়েছে 'কিং কোহলি'-র। এহেন সর্বোচ্চ পর্যায়ের ফিটনেস বজায় রাখা বিরাট কোথায় থামেন, সেটাই দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া।   

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.