IPL 2023, KKR: শ্রেয়স আইয়ারের বদলে নাইটদের নতুন অধিনায়ক কে? জেনে নিন
পিঠের চোটে কাবু শ্রেয়স। শোনা যাচ্ছে তাঁর অস্ত্রোপচার করাতে হবে। সেটা হলে অন্তত পাঁচ মাস মাঠের বাইরে চলে যাবেন নাইট অধিনায়ক। আবার শোনা যাচ্ছে বিশ্বকাপের কথা মাথায় রেখে অস্ত্রোপচারের পরিবর্তে বিশ্রাম নিতে পারেন তিনি। সেটা হলেও শ্রেয়সের আইপিএল-এ খেলার সম্ভাবনা কার্যত শেষ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুনীল নারিন (Sunil Narine) কিংবা আন্দ্রে রাসেল (Andre Russel) নন। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) নতুন অধিনায়ক হলেন নীতীশ রানা (Nitish Rana)। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) যতদিন না পর্যন্ত দলে যোগ দিচ্ছেন, ততদিন নাইটদের নেতৃত্ব দেবেন দিল্লির এই বাঁহাতি ব্যাটার। ২ মার্চ পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে এবারের আইপিএল (IPL 2023) অভিযান শুরু করবে নাইটরা। এর আগেই সোমবার অর্থাৎ ২৭ মার্চ হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের (Chandrakant Pnadit) নির্দেশে নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দেওয়া হল
চোটের কারণে গোটা টুর্নামেন্টেরই অনিশ্চিত হয়ে পড়েছেন শ্রেয়স। তাঁকে বাদ দিয়েই ঘর গোছাচ্ছে শাহরুখ খানের (Shah Rukh Khan) দল। গত কয়েকদিন ধরেই চলছিল জল্পনা। তাহলে শ্রেয়সের পরিবর্তে কাকে নেতৃত্ব দিতে পারে ফ্র্যাঞ্চাইজি? উঠে আসে আন্দ্রে রাসেল, সুনিল নারিনের মতো অভিজ্ঞ তারকাদের নাম। তবে দেশি ক্রিকেটারের উপরই ভরসা রাখল টিম ম্যানেজমেন্ট। নীতীশ রানাই নাইট শিবির পরিচালনার দায়িত্ব পেলেন।
আরও পড়ুন: IPL 2023: অমিত মিশ্রা থেকে বালাজি, যুবরাজ থেকে চাহাল, ছবিতে দেখে নিন হ্যাটট্রিক করা ভারতীয়দের তালিকা
বাংলাদেশ সিরিজ খেলতে ব্যস্ত থাকার জন্য শুরু থেকে সাকিব আল হাসান (Shakib Al Hasan) এবং লিটন দাসকে (Liton Das) পাওয়া যাবে না। ফলে তাঁদের অধিনায়ক করার ক্ষেত্রে সমস্যা ছিল। রাসেল দলকে নেতৃত্ব দিতেই পারতেন। কিন্তু কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত চাইছিলেন দেশীয় কোনও ক্রিকেটারকে অধিনায়ক করতে। সেই দৌড়েই সবাইকে পিছনে ফেলে দিলেন নীতীশ।
দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন নীতীশ। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও তাঁর অভিষেক হয়নি। কিন্তু দিল্লির হয়ে সব ধরনের ক্রিকেটেই পাওয়া যায় তাঁকে। অতীতে দিল্লিকে সফল ভাবে নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে আইপিএলে এই প্রথম তাঁকে নেতৃত্ব দিতে দেখা যাবে। ক্রোড়পতি লিগে চাপ বজায় রেখে কেমন পারফরম্যান্স করে সেটাই দেখার।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)