IPL 2023: অমিত মিশ্রা থেকে বালাজি, যুবরাজ থেকে চাহাল, ছবিতে দেখে নিন হ্যাটট্রিক করা ভারতীয়দের তালিকা
পরিসংখ্যান থেকেই প্রমাণিত আইপিএল-এ বোলাররাও কতটা কার্যকরী ভূমিকা পালন করেছেন। ৩১ মার্চ থেকে শুরু হবে ষষ্ঠদশ আইপিএল (IPL 2023)। সেখানে হ্য়াটট্রিক দেখা যাবে কিনা সেটা তো সময় বলবে। এর আগে দেখে নিন আইপিএল-এ ইতিহাসে ভারতীয়দের গড়া ১৫টি হ্যাটট্রিক।
সব্যসাচী বাগচী
আইপিল (IPL) মানেই রেকর্ডের ছড়াছড়ি। বিগত ১৫ বছরের ইতিহাসে অনেক রেকর্ডের সাক্ষী থেকেছে ক্রোড়পতি লিগ। টি-টিয়েন্টি ক্রিকেট শুধুই ব্যাটারদের খেলা। এখানে শুধুই চার-ছক্কা হইহই! তবে বোলাররাও পিছিয়ে নেই। গত ১৫টি মরসুমে ভারতীয় বোলারদের মধ্যে মাধ্যমে ১৫বার হ্যাটট্রিক দেখা গিয়েছে। এরমধ্যে সবচেয়ে সফল হলেন অমিত মিশ্র (Amit Mishra) ও যুবরাজ সিং (Yuvraj Singh)। এরমধ্যে অমিত মিশ্র তিনবার ও যুবি দু'বার হ্যাটট্রিক করে নজির গড়েছেন। দেখে নিন সেই তালিকা। তাঁদের মধ্যে ১১জন আবার ভারতীয়। ছবিতে দেখে নিন তাঁদের কীর্তি।
এই পরিসংখ্যান থেকেই প্রমাণিত আইপিএল-এ বোলাররাও কতটা কার্যকরী ভূমিকা পালন করেছেন। ৩১ মার্চ থেকে শুরু হবে ষষ্ঠদশ আইপিএল (IPL 2023)। সেখানে হ্য়াটট্রিক দেখা যাবে কিনা সেটা তো সময় বলবে। এর আগে দেখে নিন আইপিএল-এ ইতিহাসে ভারতীয়দের গড়া ১৫টি হ্যাটট্রিক।
লক্ষ্মীপতি বালাজি, চেন্নাই সুপার কিংস
![লক্ষ্মীপতি বালাজি, চেন্নাই সুপার কিংস Laxmipati Balaji, Chennai Super Kings](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/27/413052-laxmipatibalaji.png)
আইপিএল-এর ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করে ছিলেন লক্ষ্মীপতি বালাজি। ২০০৮ সালের ১০ মে এই নজির গড়েছিলেন। সেই সময় সিএকের হয়ে খেলতেন তিনি। পঞ্জাব কিংসের বিরুদ্ধে পরপর তিনটি উইকেট নিয়েছিলেন বালাজি। শেষ ওভারে জয়ের জন্য পঞ্জাবের প্রয়োজন ছিল ২৫ রান। বালাজি পরপর ইরফান পাঠান, পীযূষ চাওলা এবং ভিআরভি সিং-কে আউট করেন।
অমিত মিশ্র, দিল্লি ক্যাপিটালস
![অমিত মিশ্র, দিল্লি ক্যাপিটালস Amit Mishra, Delhi Capitals](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/27/413050-amitmisharaone.png)
TRENDING NOW
যুবরাজ সিং, পঞ্জাব কিংস
![যুবরাজ সিং, পঞ্জাব কিংস Yuvraj Singh, Punjab Kings](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/27/413047-yuvrajsinghone.png)
রোহিত শর্মা, ডেকান চার্জার্স
![রোহিত শর্মা, ডেকান চার্জার্স Rohit Sharma, Deccan Chargers](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/27/413044-rohitsharma.png)
ব্যাটার হলেও আইপিএল-এ হ্যাটট্রিকের তালিকায় নাম রয়েছে রোহিত শর্মার। ২০০৯ সালের ৬ মে ডেকান চার্জার্সে খেলার সময় রুদ্ধশ্বাস পরিস্থিতিতে এসে এই কৃতিত্ব গড়েছিলেন 'হিট ম্যান'। মুম্বইয়ের ৩০ বলে ৪৫ রানের প্রয়োজন ছিল। রোহিতকে বল করতে পাঠান সেই সময় ডেকান অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। ১৬তম ওভারের শেষ দুই ডেলিভারিতে অভিষেক নায়ার ও হরভজন সিংয়ের উইকেট নেন তিনি। এরপর ১৮তম ওভারের প্রথম বলে গিলক্রিস্টের দুর্দান্ত ক্যাচের সাহায্যে জেপি ডুমিনিকে আউট করেন।
যুবরাজ সিং, পঞ্জাব কিংস
![যুবরাজ সিং, পঞ্জাব কিংস (Yuvraj Singh, Punjab Kings](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/27/413043-yuvrajsinghtwo.png)
প্রবীণ কুমার, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
![প্রবীণ কুমার, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর Praveen Kumar, Royal Challengers Bangalore](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/27/413042-praveenkumar.png)
অমিত মিশ্র, ডেকান চার্জার্স
![অমিত মিশ্র, ডেকান চার্জার্স Amit Mishra, Deccan Chargers](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/27/413041-amitmishratwo.png)
অজিত চান্ডিলা, রাজস্থান রয়্যালস
![অজিত চান্ডিলা, রাজস্থান রয়্যালস Ajit Chandila, Rajasthan Royals](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/27/413039-ajitchandila.png)
অজিত চান্দিলা ছিলেন ভারতের প্রথম 'আনক্যাপড' ক্রিকেটার যিনি আইপিএল-এ হ্যাটট্রিক করেছিলেন। ২০১২ সালের ১৩ মে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে এই কীর্তি গড়েন তিনি। প্রথম ওভারে জেসি রাইডার, সৌরভ গঙ্গোপাধ্যায়কে আউট করার পর, তৃতীয় ওভারের প্রথম বলে রবিন উথাপ্পাকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন। যদিও স্পট ফিক্সিং-এর দায়ে পরবর্তী সময় বিসিসিআই থেকে আজীবন নির্বাসিত হয়েছিলেন।
অমিত মিশ্র, সানরাইজার্স হায়দরাবাদ
![অমিত মিশ্র, সানরাইজার্স হায়দরাবাদ Amit Mishra, Sunrisers Hyderabad](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/27/413038-amitmishrathree.png)
প্রবীণ তাম্বে, রাজস্থান রয়্যালস
![প্রবীণ তাম্বে, রাজস্থান রয়্যালস Pravin Tambe, Rajasthan Royals](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/27/413037-pravintambe.png)
অক্ষর প্যাটেল, পঞ্জাব কিংস
![অক্ষর প্যাটেল, পঞ্জাব কিংস Axar Patel, Punjab Kings](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/27/413036-axarpatel.png)
জয়দেব উনাদকাট, রাইসিং পুনে সুপার জায়ান্ট
![জয়দেব উনাদকাট, রাইসিং পুনে সুপার জায়ান্ট Jaydev Unadkat, Raising Pune Supergiant](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/27/413035-jaydevunadkat.png)
শ্রেয়স গোপাল, রাজস্থান রয়্যালস
![শ্রেয়স গোপাল, রাজস্থান রয়্যালস Shreyas Gopal, Rajasthan Royals](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/27/413034-shreyasgopal.png)
হর্ষল প্যাটেল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
![হর্ষল প্যাটেল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর Harshal Patel, Royal Chsllengers Bangalore](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/27/413033-harshalpatel.png)
যুজবেন্দ্র চাহাল, রাজস্থান রয়্যালস
![যুজবেন্দ্র চাহাল, রাজস্থান রয়্যালস Yuzvendra Chahal, Rajasthan Royals](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/27/413032-yuzvendrachahal.png)